শিরোনাম
◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৮:৪২ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশকে হারাতে হলে আফগানদের ঘাম ঝড়াতে হবে, বললেন সিমন্স

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে ইতিমধ্যে সেমি-ফাইনালে উঠা থেকে বাদ পড়ে গেছে আফগানিস্তান। ৬ম্যাচ খেলে সবগুলোই হেরেছে তারা। ৭ম ম্যাচে আজ বাংলাদেশের মুখোমুখি হবে গুলবাদিন নাইবরা। তবে আগের ম্যাচগুলো হারলেও নিজেদের শেষ ম্যাচগুলোতে ভালো কিছু করে দেখাতে চায় তারা।

আজ সেই লক্ষ্যেই টাইগারদের বিপক্ষে মাঠে নামবেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। প্রথম জয়ের খোঁজে থাকা দলটির কোচ ফিল সিমন্স অবশ্য মনে করছেন, বাংলাদেশকে হারাতে হলে ঘাম ঝরাতে হবে তাদের।

স¤প্রতি সময়ে ভালো ফর্মে থাকায় বাংলাদেশকে তাই হালকা ভাবে নিতে চাইছে না আফগানরা। তবে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে জয় এই ম্যাচে আত্মবিশ্বাস দিচ্ছে গুলবাদিন নাইবদের। সিমন্স বলেন, ‘তাদের বেশ কয়েকটি খেলা দেখেছি আমি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রান তাড়াটাও দেখেছি। তারা এখন অনেক ভালো মানের ক্রিকেট খেলছে, বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপের পর। সেই বিশ্বকাপের অনেক খেলোয়াড় এই দলেও আছে। তারা অবশ্যই আত্মবিশ্বাসী থাকবে তাই। তাদেরকে হারাতে কঠিন হবে, ঘাম ঝরাতে হবে আমাদের।’

বিশ্বকাপে টিকে থাকতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ণ। আজ বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মাঠে গড়াবে এই ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়