শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেডেক্সকে কালো তালিকাভুক্ত করতে পারে বেইজিং

সাইদুর রহমান: যুক্তরাষ্টের বহুজাতিক কুরিয়ার ডেলিভারি সার্ভিস ‘ফেডেক্স’ কে কালোতালিকাভুক্ত করতে পারে বেইজিং। যুক্তরাষ্ট্রে একটি হুয়াওয়ের প্যাকেজ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ার পর এই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে উঠেছে চীন। অন্যদিকে মার্কিন করপোরেশন এটাকে ব্যবস্থাপনা ত্রুটি বলে জোর দিয়েছে।

ফেডেক্স কর্প আমেরিকার কাছে হুয়াওয়ের প্যাকেজ পৌঁছে দিতে ব্যর্থ হওয়ায় ক্ষমা চেয়েছেন। এই শোরগোল শুরু হয় পিসি ম্যাগাজিনের লেখিকা অ্যাডাম স্মিথের সাথে একটি ঘটনার মাধ্যমে। তিনি জানান, যুক্তরাজ্য থেকে হুয়াওয়েই চ৩০ স্মার্টফোন পাঠানোর চেষ্টা করা হয়েছে। কিন্ত তার চালান লন্ডনে ফিরে এসেছে।

ফেডেক্স মুখপাত্র বলেন, এই প্যাকেজ ভুল করে শিপার ফিরে এসেছে এবং আমরা এই অপারেশনাল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি।

চীনা প্রযুক্তি ব্লগার কেজিয়ু বারবার বক্তব্য পরিবর্তনের জন্য ফেডেক্স-কে তিরষ্কার করে বলেন, প্রথমে অস্বীকার করা, তারপর ক্ষমা চাওয়া, কী ধরনের কোম্পানীর ব্যবস্থাপনা এটা? যদি ক্ষমা কাজ করে তাহলে, তাহলে আমাদের আইনের প্রয়োজন কি?

বিদেশী প্রতিষ্ঠান এবং ব্যক্তি যারা বাজারের নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হয় এবং উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্থ হয়, চীনা কোম্পানীগুলোর বৈধ অধিকার ও স্বার্থ নষ্ট করে তাদেরকে ‘অবিশ্বস্ত সত্বা’ তালিকায় অন্তভুক্ত করা হয়। সাম্প্রতিক ব্যর্থতাগুলো চীনা সামাজিক প্রচার মাধ্যমে সমালোচনা ঝর চলছে তারা চীনার বাজারে ফেডেক্স ’কে কালোতালিকাভুক্ত করার আহ্বান জানাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়