শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৪ বছরে চারজন, তার মধ্যে একজন সাকিব

মাসরুর নিলয়: এবারের বিশ্বকাপের সবচাইতে আলোচিত খেলোয়াড় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রেকর্ড গড়ার সাথে সাথে দলকে নিয়ে গেছে বিশাল এক উচ্চতায়।

এবারের বিশ্বকাপে পয়েন্ট টেবিলের ৫-এ থাকার কৃতিত্ব অনেকটাই সাকিবের। বিশ্বসেরা এই অলরাউন্ডার এই বিশ্বকাপ রেকর্ড গড়ার পাশাপাশি নাম লিখিয়েছেন শচীন, স্মিথ দের পাশে। পিছনে ফেলেছেন শহীদ আফ্রিদির মত খেলোয়ারদের।

বিশ্বকাপে রানের দিক থেকে ৫ ম্যাচ খেলে ৪২৫ রান করে দ্বিতীয় সর্বচ্য রান সাকিবের। ব্যাটিং গড় ১০৬.২৫। সর্বোচ্চ ১২৪ রান নিয়ে অপরাজিত ছিলেন ক্যারিবীয়দের বিপক্ষে। এ ম্যাচেই ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

এছাড়া সবচেয়ে কম ম্যাচ খেলে ৬ হাজার রান ও ২৫০ উইকেট শিকার করে ক্রিকেট ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসেবে রেকর্ডও গড়লেন সাবিক। এই রেকর্ড গড়তে শহীদ আফ্রিদীর লেগেছিল ২৯৪ ম্যাচ সেখানে সাকিব খেলেন ২০২ ম্যাচ। সাকিবের আগে শহীদ আফ্রিদি, জ্যাক ক্যালিস ও সনাত জয়সুরিয়া এই অর্জনের মালিক হয়েছিলেন।

তবে অবাক করার বিষয় হলো- ১৯৭৫ সাল থেকে শুরু হওয়া বিশ্বকাপ ইতিহাসে টানা চার ইনিংসে ৫০ রানের বেশি রান করে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের খাতায় নাম লেখালেন তিনি। এর আগে বিশ্বকাপে টানা চার ইনিংসে ৫০ রানের বেশি করেছেন শচীন টেন্ডুলকার, গ্রায়েম স্মিথ ও নভোজ্যোত সিং সিধু

  • সর্বশেষ
  • জনপ্রিয়