শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৪ জুন, ২০১৯, ০৫:২৩ সকাল
আপডেট : ২৪ জুন, ২০১৯, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় চিকিৎসকদের ধর্মঘট : শত শত রোগির ভোগান্তি

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ হাসপাতালের চিকিৎসক-এর উপর হামলার প্রতিবাদে চলছে ডাক্তারদের কর্ম বিরতি ও মৌন মিছিল। কিন্তু শত শত রোগির ভোগান্তি দেখার কেউ নেই। গত রবিবার সকাল অনুমান ১১টার দিকে ডাক্তারদের পূর্বের কর্মসূচির অংশ হিসাবে একটি মৌন মিছিল উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে হাসপাতাল চত্ত্বরে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সলিমুল্লাহ আকন্দ, ডাক্তার আলতাফ হোসেন, ডাক্তার আনিছুর রহমান, ডাক্তার রুহুল আমিনসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জানা যায়, শিবগঞ্জ হাসপাতালে গত ১৭জুন রাতে এক রোগি মারা যাওয়াকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর ও হাসপাতালের আর. এম. ও ডাক্তার দেলোয়ার হোসেন নয়ন-এর উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে হাসপাতালের কর্তব্যরত ডাক্তারগণ গত ১৮জুন থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করার পর থেকে ডাক্তারদের ৫দিনের কর্ম বিরতির ফলে শত শত রোগি চিকিৎসা না পেয়ে প্রতিদিন ফিরে যেতে বাধ্য হচ্ছে। এর ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে রোগিদেরকে। বিভিন্ন সূত্রে জানা যায়, মামলার আসামিদের গ্রেফতার না করায় ডাক্তাররা এমন কঠোর কর্মসূচি দিচ্ছে।

বিষয়টি নিয়ে বগুড়া জেলা মেডিকেল এ্যাসোসিয়েশন (বিএমএ) সাধারণ সম্পাদক ডাক্তার রেজাউল করিম জুয়েল বলেন, শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসকের উপর হামলা করায় আমি খুব মর্মাহত। হামলাকারীরা যেই হোক না কেন আমি প্রশাসনের নিকট তাদেরকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, থানায় মামলা হয়েছে আসামি ২জনকে আটক করা হয়েছে ও গ্রেফতারে অভিযান অব্যহত আছে।

এদিকে চিকিৎসা নিতে আশা সাধারন রোগিরা মনে করেন, ডাক্তারদের চিকিৎসা সেবা বন্ধ করে এমন কর্মসূচি পালন করলে আমরা চিকিৎসা পাবো কোথায়।সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়