শিরোনাম
◈ বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান ◈ ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিয়ে বিপাকে পড়ে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা (ভিডিও) ◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

প্রকাশিত : ২২ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি বীজ না পাওয়ায় ভারতীয় পাটবীজ চাষ করে বিপাকে কৃষক

হ্যাপি আক্তার : চুয়াডাঙ্গায় ভারতীয় পাটবীজ দিয়ে চাষ করা পাটগাছে দেখা দিয়েছে নানা সমস্যা। পাতা হলুদ হওয়াসহ দেখা দিয়েছে পোকামাকড়ের সংক্রমণ। ইনডিপেনডেন্ট টেলিভিশন, ৯:০০।

কীটনাশক দিয়েও পাট গাছে পোকামাকড়ের সংক্রমণ দমন করা যাচ্ছে না। তবে কৃষি অধিদপ্তর বলছে, বৃষ্টি হলেই রোগবালাই কমে আসবে।

চুয়াডাঙ্গায় এ মৌসুমে প্রায় শতভাগ পাটচাষই হয়েছে ভারতীয় বীজে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন -বিএডিসি পাটবীজ সরবরাহ করতে না পারায় বাধ্য হয়ে ভারতীয় পাটবীজেই চাষ হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কামরুল হক মিঞা বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী এলাকা। যার কারণে ভারত থেকে খুব সহজেই বীজ আসছে।

কৃষকের অভিযোগ, চারা ভালোভাবে গজালেও একটু বড় হলেই দেখা দিচ্ছে রোগবালাই। পাতা হলুদ হতে থাকে। দেখা দিয়েছে পোকার আক্রমণও।

কৃষি অধিদপ্তর বলছে, বৃষ্টি কম হওয়ায় গাছ হলুদ হওয়া রোগ দেখা দিয়েছে। সঠিক নিয়মে কীটনাশক দেয়া হলে পোকার সংক্রমণ কমবে বলেও জানানো হয়।

চুয়াডাঙ্গা সৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান বলেন, এখানে পাটের যে সমস্যাটি হচ্ছে তা হলো মাকর্সার আক্রমন। তার জন্য পরিত্রাণ পাবার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে, জেলায় এ বছর ৯ হাজার হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে কৃষকরা এবার পাটচাষ করেছেন ১৫ হাজার হেক্টর জমিতে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়