শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ২২ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি বীজ না পাওয়ায় ভারতীয় পাটবীজ চাষ করে বিপাকে কৃষক

হ্যাপি আক্তার : চুয়াডাঙ্গায় ভারতীয় পাটবীজ দিয়ে চাষ করা পাটগাছে দেখা দিয়েছে নানা সমস্যা। পাতা হলুদ হওয়াসহ দেখা দিয়েছে পোকামাকড়ের সংক্রমণ। ইনডিপেনডেন্ট টেলিভিশন, ৯:০০।

কীটনাশক দিয়েও পাট গাছে পোকামাকড়ের সংক্রমণ দমন করা যাচ্ছে না। তবে কৃষি অধিদপ্তর বলছে, বৃষ্টি হলেই রোগবালাই কমে আসবে।

চুয়াডাঙ্গায় এ মৌসুমে প্রায় শতভাগ পাটচাষই হয়েছে ভারতীয় বীজে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন -বিএডিসি পাটবীজ সরবরাহ করতে না পারায় বাধ্য হয়ে ভারতীয় পাটবীজেই চাষ হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কামরুল হক মিঞা বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী এলাকা। যার কারণে ভারত থেকে খুব সহজেই বীজ আসছে।

কৃষকের অভিযোগ, চারা ভালোভাবে গজালেও একটু বড় হলেই দেখা দিচ্ছে রোগবালাই। পাতা হলুদ হতে থাকে। দেখা দিয়েছে পোকার আক্রমণও।

কৃষি অধিদপ্তর বলছে, বৃষ্টি কম হওয়ায় গাছ হলুদ হওয়া রোগ দেখা দিয়েছে। সঠিক নিয়মে কীটনাশক দেয়া হলে পোকার সংক্রমণ কমবে বলেও জানানো হয়।

চুয়াডাঙ্গা সৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান বলেন, এখানে পাটের যে সমস্যাটি হচ্ছে তা হলো মাকর্সার আক্রমন। তার জন্য পরিত্রাণ পাবার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে, জেলায় এ বছর ৯ হাজার হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে কৃষকরা এবার পাটচাষ করেছেন ১৫ হাজার হেক্টর জমিতে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়