শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২২ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল
আপডেট : ২২ জুন, ২০১৯, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশি বীজ না পাওয়ায় ভারতীয় পাটবীজ চাষ করে বিপাকে কৃষক

হ্যাপি আক্তার : চুয়াডাঙ্গায় ভারতীয় পাটবীজ দিয়ে চাষ করা পাটগাছে দেখা দিয়েছে নানা সমস্যা। পাতা হলুদ হওয়াসহ দেখা দিয়েছে পোকামাকড়ের সংক্রমণ। ইনডিপেনডেন্ট টেলিভিশন, ৯:০০।

কীটনাশক দিয়েও পাট গাছে পোকামাকড়ের সংক্রমণ দমন করা যাচ্ছে না। তবে কৃষি অধিদপ্তর বলছে, বৃষ্টি হলেই রোগবালাই কমে আসবে।

চুয়াডাঙ্গায় এ মৌসুমে প্রায় শতভাগ পাটচাষই হয়েছে ভারতীয় বীজে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন -বিএডিসি পাটবীজ সরবরাহ করতে না পারায় বাধ্য হয়ে ভারতীয় পাটবীজেই চাষ হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কামরুল হক মিঞা বলেন, চুয়াডাঙ্গা একটি সীমান্তবর্তী এলাকা। যার কারণে ভারত থেকে খুব সহজেই বীজ আসছে।

কৃষকের অভিযোগ, চারা ভালোভাবে গজালেও একটু বড় হলেই দেখা দিচ্ছে রোগবালাই। পাতা হলুদ হতে থাকে। দেখা দিয়েছে পোকার আক্রমণও।

কৃষি অধিদপ্তর বলছে, বৃষ্টি কম হওয়ায় গাছ হলুদ হওয়া রোগ দেখা দিয়েছে। সঠিক নিয়মে কীটনাশক দেয়া হলে পোকার সংক্রমণ কমবে বলেও জানানো হয়।

চুয়াডাঙ্গা সৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী হাসান বলেন, এখানে পাটের যে সমস্যাটি হচ্ছে তা হলো মাকর্সার আক্রমন। তার জন্য পরিত্রাণ পাবার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যে, জেলায় এ বছর ৯ হাজার হেক্টর জমিতে পাটচাষের লক্ষ্য ঠিক করা হয়েছে। তবে কৃষকরা এবার পাটচাষ করেছেন ১৫ হাজার হেক্টর জমিতে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়