আসিফুজ্জামান পৃথিল : নির্ধারিত হয়ে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতার চূড়ান্ত দুই প্রার্থীর নাম। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং বর্তমান প্রধানমন্ত্রী জেরেমি হান্টের মধ্যেই একজন হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমপিদের শেষ ধাপের ভোটাভুটিতে বাদ পড়েছেন বনমন্ত্রী মাইকেল গোভ। এর কয়েক ঘন্টা আগে চতুর্থ দফা ভোটে বাদ পড়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। ডেইলি মেইল, গার্ডিয়ান, বিবিসি।
পঞ্চম ধাপের ভোটেও বড় ব্যবধানে এগিয়ে ছিলেন বরিস জনসন। কট্টরপন্থী এই নেতা পেয়েছেন ১৬০ এমপির সমর্থন। অপর প্রার্থী নির্ধারণে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। হান্ট পেয়েছেন ৭৭ ভোট আর গোভের ভাগ্যে ভোট জুটেছে ৭৫টি। তবে একটি নোংরা গুজব ভেসে বেড়াচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে! নিজেরে চুড়ান্ত বিজয় নিশ্চিত করতে এবং পূর্ব প্রতিশোধ নিতে বরিস জনসন নিজের কিছু ভোট ‘ধার’ দিয়েছেন হান্টকে! এই দৃই প্রার্থীকে ভোট দেবেন টোরি পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য। যিনি বেশি ভোট পাবেন, তিনিই হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী।
এর আগে চতুর্থ দফার ভোটিং-এও সর্বোচ্চ ভোট পান বরিস জনসন। চতুর্থ দফার ভোটে সর্বাধিক ১৫৭ ভোট পান বরিস জনসন। মাইকেল গোভ ভোট পান ৬১টি। আর জেরেমি হান্টের ভোট ৫৯টি। ৩৪ ভোট পেয়ে বাদ পড়েন সাজিদ। মোট ৩১৩জন কনজারভেটিভ এমপি ভোট দেন। এরমধ্যে দুটি ভোট নষ্ট হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব