শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০৭:২৬ সকাল
আপডেট : ২১ জুন, ২০১৯, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত দৌড়ে থাকছেন জনসন ও হান্ট, বাদ পড়লেন গোভ

আসিফুজ্জামান পৃথিল : নির্ধারিত হয়ে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতার চূড়ান্ত দুই প্রার্থীর নাম। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং বর্তমান প্রধানমন্ত্রী জেরেমি হান্টের মধ্যেই একজন হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী। এমপিদের শেষ ধাপের ভোটাভুটিতে বাদ পড়েছেন বনমন্ত্রী মাইকেল গোভ। এর কয়েক ঘন্টা আগে চতুর্থ দফা ভোটে বাদ পড়ে যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। ডেইলি মেইল, গার্ডিয়ান, বিবিসি।

পঞ্চম ধাপের ভোটেও বড় ব্যবধানে এগিয়ে ছিলেন বরিস জনসন। কট্টরপন্থী এই নেতা পেয়েছেন ১৬০ এমপির সমর্থন। অপর প্রার্থী নির্ধারণে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। হান্ট পেয়েছেন ৭৭ ভোট আর গোভের ভাগ্যে ভোট জুটেছে ৭৫টি। তবে একটি নোংরা গুজব ভেসে বেড়াচ্ছে ব্রিটিশ পার্লামেন্টে! নিজেরে চুড়ান্ত বিজয় নিশ্চিত করতে এবং পূর্ব প্রতিশোধ নিতে বরিস জনসন নিজের কিছু ভোট ‘ধার’ দিয়েছেন হান্টকে! এই দৃই প্রার্থীকে ভোট দেবেন টোরি পার্টির ১ লাখ ৬০ হাজার সদস্য। যিনি বেশি ভোট পাবেন, তিনিই হবেন পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে চতুর্থ দফার ভোটিং-এও সর্বোচ্চ ভোট পান বরিস জনসন। চতুর্থ দফার ভোটে সর্বাধিক ১৫৭ ভোট পান বরিস জনসন। মাইকেল গোভ ভোট পান ৬১টি। আর জেরেমি হান্টের ভোট ৫৯টি। ৩৪ ভোট পেয়ে বাদ পড়েন সাজিদ। মোট ৩১৩জন কনজারভেটিভ এমপি ভোট দেন। এরমধ্যে দুটি ভোট নষ্ট হয়। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়