শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২১ জুন, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ২১ জুন, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংস্কৃতিকে টিকিয়ে রাখতে চারণ কবি ও বাউল সংগঠনকে যৌথভাবে কাজ করতে হবে, বললেন বাউল সম্রাট লতিফ সরকার

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন ঢাকার সভাপতি প্রখ্যাত বাউল সম্রাট লতিফ সরকার বলেছেন, বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন ও বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের মধ্যে আজ থেকে সেতু বন্ধন তৈরি হলো। বাউল এবং চারণ কবির সকল শিল্পী মা, মাটি ও মানুষের গান গায়। এই আদি সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এবং শিল্পীদর জীবন মান উন্নয়নে জাতীয় চারণ কবি সংঘ ও জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনকে যৌথভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ জাতীয় চারণ কবি সংঘের কেন্দ্রীয় কার্যালয়ের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহষ্পতিবার বিকাল ৪ টায় রাজধানীর রাজারবাগ শান্তিবাগ, ৩ নং আউটার সার্কুলার রোডে প্রশান্তি হাসপাতাল ভবনের ৫ম তলায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক এম এ কুদ্দুস সরকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ক্ষিতিশ চন্দ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা দিনাজপুর জেলার বিরল উপজেলার রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম, সংগঠনের প্রবীণ নেতা আব্দুর রহমান বয়াতী, বাউল ফোরকান আলী, চারণ কবি মাহফুজুল আলম বাবু সরকার, মালতী রাণী রাণী সরকার, সাংবাদিক আতিউর রহমান প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে কেন্দ্রীয় কার্যালয়ের উদ্বোধনের পর প্রধান অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে বরণ করে নেন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়