শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ১১:৫৫ দুপুর
আপডেট : ২০ জুন, ২০১৯, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত হবে হজক্যাম্প

ইউসুফ বাচ্চু : ১ লাখ ২৭ হাজার ১৯৮ হজযাত্রীর জন্য প্রস্তুত হচ্ছে হজক্যাম্প। শুক্রবারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুত করতে ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের কাজ।

আগামী ৪ জুলাই শুরু হবে এ বছরের হজযাত্রা। আগামী ২৬ জুন মঙ্গলবার থেকে হজক্যাম্পে উঠতে শুরু করবেন হজযাত্রীরা। আর তাদের বরণে নানা আয়োজনে প্রস্তুত হচ্ছে ক্যাম্প। বিভিন্ন জায়গায় মেরামতের কাজ শেষ হয়েছে। গত দশদিন ধরে চলা ধোয়া-মোছা আর রঙ লাগানোর কাজও এখন শেষ পর্যায়ে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, শুক্রবারের মধ্যেই কাজ শেষ করতে হবে। তাই চলছে অবিরাম কাজ।

পরিচ্ছন্নকর্মী জাহাঙ্গীর জানান, গত সপ্তাহের মঙ্গলবার থেকে তিনি পরিচ্ছন্নতার কাজ করছেন। তার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন, আলম, রফিক, খুরশিদ আলম-সহ অন্যরা।

দেয়াল ও পিলারে সাদা রঙ লাগাচ্ছিলেন মনির মিয়া। তিনি জানান, হজক্যাম্পের বাইরের সব দেয়ালের রঙের কাজ শেষ হয়েছে।

হজযাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে প্রস্তুত হজ কর্তৃপক্ষও। তারা বলছেন, হজযাত্রীদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেই লক্ষ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে একযোগে কাজ চলছে।

হজ পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘৪ জুলাই থেকে আল্লাহর মেহমানরা জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করবেন। আগামী সপ্তাহে সবদিক থেকে আমরা প্রস্তুত হয়ে যাবো বলে আশাবাদী।’

এবারের হজযাত্রা ইতিহাসের সবচেয়ে সফল হবে উল্লেখ করে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম বলেন, হজ ফ্লাইট শুরুর আগেই বিমান ও সৌদি এয়ারলাইন্সের সিংহভাগ টিকিট শেষ হয়ে গেছে। ৪ জুলাই ফ্লাইট শুরুর আগে সব হজযাত্রীর টিকিট সংগ্রহ শেষ হয়ে যাবে। ভিসা প্রাপ্তির ক্ষেত্রেও বিগত বছরগুলের তুলনায় এবারের পরিস্থিতি ভালো।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়