শিরোনাম
◈ হলমার্ক কেলেঙ্কারির রায় ঘোষণার সময় পালিয়ে গেলেন জামাল উদ্দিন সরকার ◈ ২৯ কৃষি পণ্যের মূল্য নির্ধারণ বাস্তব বিবর্জিত: দোকান মালিক সমিতি ◈ তিন মাসের মধ্যে সালাম মুর্শেদিকে বাড়ি ছাড়তে হবে: হাইকোর্ট  ◈ সরকারের হাত থেকে রক্ষা পেতে জনগণকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে: বিএনপি ◈ সরকারের ফাঁদে পা দেইনি, দল ছাড়িনি, ভোটেও যাইনি: মেজর হাফিজ ◈ আমার একটাই চাওয়া স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া: স্বাস্থ্যমন্ত্রী ◈ জিম্মি জাহাজ উদ্ধারে অভিযান নয়, আলোচনা চায় মালিকপক্ষ ◈ বিএনপিকে আমরা কেন ভাঙতে যাবো, প্রশ্ন ওবায়দুল কাদেরের  ◈ হলমার্ক মামলায় তানভীর-জেসমিনসহ ৯ জনের যাবজ্জীবন ◈ ভোরে গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২০

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৯:৫৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভিক্ষা দিয়ে ভিক্ষুক বানানো যায়, দারিদ্র্য দূর করা যায় না’

আসিফ হাসান কাজল: ভিক্ষা দিয়ে ভিক্ষুক বানানো যায় , দারিদ্র্য দূর করা যায় না। সরকার খোলামন নিয়ে নাগরিক সমাজের সুপারিশগুলোকে বিবেচনা এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেছে 'প্রত্যাশা ২০২১ ফোরাম'।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘বৈষম্য হ্রাস, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রান্তজন সহায়ক বাজেট বরাদ্দ নিশ্চিত হোক’ স্লোগানে আয়োজিত সংবাদ সম্মেলনে দারিদ্র্য বিমোচনে ১৪টি দাবি উত্থাপন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, প্রত্যাশা ২০২১ ফোরামের সদস্য সচিব রাহী দাস ও সহ সভাপতি শামসুন নাহার আজীজ লীনা।বক্তারা বলেন, ‘ছিদ্র পাত্র দিয়ে পানি সেচলে যেমন ফল হয় না , ঠিক তেমনি পুরনো, গতানুগতিক ও ওপর থেকে চাপিয়ে দেয়া চিন্তা দিয়ে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়।’

‘টেকসইভাবে দারিদ্র্য নির্মূল করতে চাইলে দরিদ্র মানুষদের ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন প্রক্রিয়ায় তাদের সম্পৃক্ত করতে হবে। তাদের কথা হৃদয় দিয়ে শুনতে হবে, বুঝতে হবে ও তাদের সক্ষমতা বাড়াতে হবে । সহযোগিতা করতে হবে আন্তরিকতার সঙ্গে ।’

তারা বলেন, মানুষের মনে ভরসার জায়গা সৃষ্টি করতে হবে। লুটপাট , নির্যাতন , দুর্বৃত্তায়ন ও অনিয়ম রোধ এবং সরকারি কর্মসূচিগুলোর সুষ্ঠু বাস্তবায়ন , তথা ‘ প্রকৃত সেবাগ্রহিতা ’ চিহ্নিত করে সেবাদান করা হলে দেশের চেহারা পাল্টে যাবে।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়