শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব ◈ তামিম ও রিশাদ ঝড়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিঞ্চকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙলেন সৌম্য (সরাসরি)

আক্তারুজ্জামান : টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নেয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। প্রায় ২০ ওভার পেরিয়ে গেলেও এখনও ওপেনিং জুটি ভাঙতে পারেননি মাশরাফিরা। নিজে বোলিং করার পাশাপাশি সবগুলো বোলারকে ব্যবহার করেছেন অধিনায়ক ম্যাশ। তবুও ফিঞ্চ-ওয়ার্নার জুটিকে পরাস্ত করতে পারছিলো না টাইগাররা। তবে পার্ট টাইম বোলার হিসেবে সৌম্যকে এনেই বাজিমাত করেছেন মাশরাফি। প্রথম ওভারেই ফিরিয়েছেন অ্যারন ফিঞ্চকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২১ ওভারে ১২২ রান তুলেছে অস্ট্রেলিয়া।  ওয়ার্নার ৭১ বলে ৫৯ রান করে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন উসমান খাজা। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৩ রানে ফিরে গেছেন দলীয় ১২১ রানে।

বাংলাদেশের হয়ে বল হাতে নিয়েছেন ৫ জন বোলার। মাশরাফি, সাকিব, রুবেল, মুস্তাফিজ ও মিরাজ হাত ঘুরিয়েছেন। তবে সফলতা পেলেন সৌম্য।

গত ২০১৫ বিশ্বকাপ এবং ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের লড়াইয়ে দেখা হওয়ার কথা ছিল বাংলাদেশ অস্ট্রেলিয়ার। সে দুটি ম্যাচই ভেস্তে যাওয়ায় আর অস্ট্রেলিয়াকে মোকাবেলা করতে পারেনি লাল-সবুজের সেনারা। তবে আজ অপেক্ষার অবসান হয়েছে। দেখা হচ্ছে দু’দলের।

দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত এ ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে মাশরাফিবাহিনীকে আগে ফিল্ডিং করতে হবে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস, অ্যালেক্স ক্যারি, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও অ্যাডাম জাম্পা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়