শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৮:৫৫ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফিরিয়ে আনব ২০০৫, অজি ম্যাচের আগে গর্জন মাশরফির

নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে বাংলাদেশের পরের লক্ষ্য অস্ট্রেলিয়া। সেই ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক জানালেন তাঁর দল নিজেদের সেরাটুকু দিয়েই আজ মাঠে নামবে।

এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট ইতিহাসে অঘটন ঘটিয়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ২১ বার বাংলাদেশ মুখোমুখি হলেও ওই একবারই জয় পেয়েছিল তারা। নটিংহ্যামে সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে বলে হুঙ্কার ছাড়লেন মোর্তাজা। চলতি বিশ্বকাপে টাইগারদের পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাহাড় প্রমাণ রান তাড়া করে আট ওভার বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। এই জয় তাঁর দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে বলে জানান মাশরাফি।

২০০৫ সালের সেই ম্যাচও হয়েছিল ইংল্যান্ডে। এ বারের ম্যাচে তাই ১৪ বছর আগের জেতার মধুর স্মৃতি নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। বাংলাদেশের অধিনায়ক জানান, “সেই ম্যাচের দিন থেকে রাত পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমার স্পষ্ট মনে আছে। ২০০৫ সালের অস্ট্রেলিয়া অপ্রতিদ্বন্দ্বী ছিল। তবুও আমরা তাদের হারিয়েছিলাম।”
মাশরাফি আরও জানান, “আগে যা ঘটেছে তা ভেবে এখন কোনও লাভ হবে না। তবে যদি আমরা অস্ট্রেলিয়াকে হারাতে চাই, তা হলে আমাদের নিজেদের সেরাটা আজ নিংড়ে দিতে হবে।”

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শাকিবের অনবদ্য ইনিংস ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে। অস্ট্রেলিয়া ম্যাচেও টাইগার শিবির তাকিয়ে থাকবে এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারের দিকেই। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়