শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ থেকে বিদায়ের প্রহর গুনছে দ.আফ্রিকা ও আফগানিস্তান

শিউলী আক্তার : ইংল্যান্ডের চলছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। এবারের আসরটি হচ্ছে রাউন্ড রবিন লিগ নিয়মে। আইসিসির র‌্যাংকিয়ে থাকা শীর্ষ দলগুলো অংশ নিয়েছে এই আসরে। প্রত্যেক দল একে অপরের বিপক্ষে খেলছে। মোট নয়টি ম্যাচ খেলবে অংশ নেয়া দলগুলো। শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে ২৫টি ম্যাচ।
যার মধ্যে ৬টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু হট ফেবারিট না হলেও ফেবারিট দলের তকমা পাওয়া দল প্রোটিয়াদের পারফরমেন্স ছিলো নাজুক। এই দলটি মাত্র একটি ম্যাচ জিতেছে। একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বাকি চারটি ম্যাচেই হেরেছে আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে থাকা চার নম্বর দলটি। যার ফলে বিশ্বকাপ আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে ফাফ ডু প্লেসিসদের।

নিজেদের প্রথম ম্যাচ স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলো। দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষেও ২১ রানের পরাজয় বরণ করতে হয় প্রোটিয়াদের। হট ফেভারিট দল ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জয়ে ফেরার লক্ষ্য খেলতে নেমে হতভাগা বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যাক্ত হয়। তবে দুর্বল দল আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ায় ফাফ ডু প্লেসিসরা। ৯ উইকেটের বিশার ব্যবধানে জিতে টুর্নামেন্টে টিকে থাকার আশা বাঁচিয়ে রেখেছিলো। কিন্তু সেই আশাও ডুবে গেলো নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে পরাজিত হওয়ায়। ফলে বাকি তিন ম্যাচ জিতলেও বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ নেই দলটির।

অন্যদিকে আইসিসির বাছাইপর্বে খেলে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা আফগানিস্তান নিজেদের এখনো মেলে ধরতে পারেনি। পাঁচ ম্যাচ খেলে জয়ের খাতা খুলতেই পারেনি। নিজেদের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ শুরু হয় আফগানদের। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃষ্টি আইনে ৩৪ রানে হেরেছিলো। নিউজিল্যান্ডের সঙ্গেও ঘুরে দাঁড়াতে পারেনি রশিদ-নবিরা। প্রোটিয়াদের কাছে তো পাত্তাই পায়নি গুলবেদিন নাইবের দল। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও ভাগ্যে পরিবর্তন আনতে পারেনি। ১৫০ রানের পরাজয় মেনে বিশ্বকাপে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়েছে তাদের। দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বাকি ম্যাচগুলো এখন তাই নিয়ম রক্ষার। একই পথে হাটছে ১৯৯২ সালের শিরোপাধারী পাকিস্তানও। ৫ ম্যাচে একটি করে জয় ও পরিত্যক্ত এবং বাকি তিনটিতে হার। ফলে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে সরফরাজরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়