শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৭:৪৪ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৭:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র: ৭ দিনের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশ

পটুয়াখালী : দুই শ্রমিক নিহতের ঘটনায় দ্বিতীয় দিনের মতো পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে সকল ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতর-বাইরে আজও বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়োজিত রয়েছে ৮ প্লাটুন বিজিবি।

বৃহস্পতিবার সকাল ১০টায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আটকা পড়া শ্রমিকরা মোবাইল ফোনে জানিয়েছেন গতরাতে বাঙালি শ্রমিকদের ব্যারাক থেকে শতকরা প্রায় ৭০ভাগ শ্রমিক দেয়াল টপকে বাইরে চলে গেছে। বাঙালিদের খাবার ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক অভুক্ত রয়েছে বলে দাবি তাদের। প্রশাসনের কাছে তারা দাবি জানিয়েছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল ফটক দিয়ে তারা যেন বের হতে পারে তার ব্যবস্থা করতে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর বাইরে পুলিশের পক্ষ থেকে একটি এবং পায়রা কর্তৃপক্ষ আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, তাঁকে সভাপতি করে তিন সদস্য বিশিষ্ট পুলিশের তদন্ত কমিটি গতকাল থেকে তাদের তদন্ত কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যে তদন্তে অনেক তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ বিভাগ।

ঘটনার পর থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে কোনো সাংবাদিককে প্রবেশ করতে দিচ্ছে না কর্তৃপক্ষ।
সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়