শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৭:৩৮ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাণিজ্য বিরোধের জেরে ভারতের ওপর ভিসা কড়াকড়ি আরোপ করছে যুক্তরাষ্ট্র

আব্দুর রাজ্জাক : যুক্তরাষ্ট্র বুধবার ভারতকে জানায়, দেশটির জন্য দক্ষতার ভিত্তিতে কর্মী নেয়ার মার্কিন ‘এইচ-১বি ভিসা’ এর বার্ষিক ধার্য ১০-১৫ ভাগে হ্রাস করার পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয়ভাবে তথ্য মজুদ করার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হচ্ছে বলে যুক্তরাষ্ট্র জানালেও বাণিজ্য বিরোধের জেরেই এ পরিকল্পনা করা হচ্ছে বলে কয়েকটি সূত্র জানায়। ইয়ন, রয়টার্স, এনডিটিভি

অন্তত ৩টি সূত্র জানায়, সম্প্রতি মার্কিন বাজারে ভারতীয় পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সংক্রান্ত জিএসপি সুবিধা যুক্তরাষ্ট্র প্রত্যাহার করলে ভারত ক্ষুব্ধ হয়। পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মার্কিন ২৯ টি পণ্যে শুল্কারোপ করে নয়াদিল্লি। গত রোববার থেকে কার্যকর হওয়া নয়াদিল্লির শুল্কারোপের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের নাগরিকদের জন্য ভিসা সুবিধা সংকুচিত করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনাটি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও নয়াদিল্লি সফর করার কয়েক দিন পরই ঘোষণা করা হলো। পরিকল্পনাটির বিষয়ে ভারতের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা বুধবার বলেন, স্থানীয়ভাবে তথ্য মজুদ করা নিয়ে সম্প্রতি আপত্তি জানায় মার্কিন প্রযুক্তি কোম্পানি মাস্টারকার্ড ও আর্কড। এতে যুক্তরাষ্ট্র স্থানীয়ভাবে তথ্য মজুদকারীদের সতর্ক করার অংশ হিসেবে গত সপ্তাহে ভারতের জন্য এইচ-১বি ভিসা হ্রাস করার হুঁশিয়ারি দেয়। তাই মার্কিন এই পরিকল্পনাটিকে তথ্য মজুদের প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়