শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌরভকে ফিরে পেয়ে যা বললেন সোহেল তাজ

সুতীর্থ বড়াল: চট্টগ্রাম থেকে নিখোঁজের ১১দিন পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভকে ময়মনসিংহ থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে তারাকান্দা উপজেলার বটতলা এলাকার জামিল রাইস মিলের সামনে থেকে তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আদিব হোসেন।

পরে সোহেল তাজ তার নিজের ফেসবুক পেইজে লাইভ ভিডিওতে বলেন, ওর কন্ডিশন ভালো ছিলো না, ওকে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।ওর গায়ে কোন জামা ছিলো না চোঁখ বাঁধা ছিলো। সৌরভ ক্ষুধার্ত ছিলো এসপি সাহেব ওকে নিয়ে একটু খাবারের ব্যবস্থা করেছেন।

তিনি বলেন, দীর্ঘ ১১ দিন পরে আমরা হাসতে পারছি এটাই বড় কথা। এটা একটি জীবন্ত দোজক নীরিহ একটা ছেলে সে। তার কোনোএক্টভিটি ছিলো না। তার কোনো অপরাধ ছিলো না।

এর আগে আমাদের কোন অনুভুতি ছিলো না। আমাদের রাতের ঘুম হারাম করে ওর জন্য অপেক্ষা করেছিলাম।এটা একটা বিষাক্ত অনুভূতি ।

এর আগে ফেসবুক লাইভে তিনি জানান, যদি সৌরভকে ফিরে না পাওয়া যায় তাহলে অপহরণকারীদের নাম প্রকাশ করা হবে এমন প্রশ্নের উত্তরে সোহেল তাজ সাংবাদিকদের বলেন, ছেলেটি ১১ দিন ধরে নিখোঁজ ছিলো এখন সময় হচ্ছে এই পরিবারের মুখে একটু হাসি দেওয়া, এখন এই প্রশ্নের জবাব দেওয়ার সময় না।

সৌরভের মা বলেন, সোহেল তাজের জন্যই আমরা ওকে ফিরে পেয়েছি। আমরা সাধারণ,আমরা নিরীহ। আমার ছেলে বলে না দেশের কোনো নিরীহ একটা নাগরিকের বেলায় এ ধরণের ঘটনা হওয়া কাম্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়