শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৬:৩২ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নটিংহ্যামে রয়েছে বৃষ্টির আশঙ্কা

স্পোর্টস ডেস্ক : আজ বিকালে ইংল্যান্ডের নটিংহ্যাম শহরের ট্রেন্টব্রিজে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলে পারলে বাংলাদেশের সেমিফাইনালে উঠার পথটা অনেকটা সহজ হয়ে যাবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। নটিংহ্যামের আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ভোর ছয়টা থেকে দুপুরটা পর্যন্ত আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে।

এরপর দুপুর ১২টার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বৃষ্টির আশঙ্কা না থাকলেও পূর্বাভাস বলছে ৩টার দিকে আবারও বৃষ্টি নামতে পারে ট্রেন্ট ব্রিজে।

যদিও এরপর বাকি দিন বৃষ্টির উৎপাত থাকছে না বলে দেখা যাচ্ছে রিপোর্টে এরপরেও যদি বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হয়ে যায় তাহলে এক পয়েন্ট করে ভাগাভাগি করবে দুই দল। তবে এক পয়েন্ট করে পেতে ইচ্ছুক নন বাংলাদেশ দলপতি মাশরাফি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা এখন যে পরিস্থিতিতে আছি আমার কাছে মনে হয় না যে এক পয়েন্ট আমাদের ক্ষেত্রে খুব একটা সাহায্য করবে। আমি জানি না আসলে, নিশ্চিত না। এখানে দুই পয়েন্ট অনেক পার্থক্য তৈরি করে দেয়। সুতরাং আমি নিশ্চিত না যে এক পয়েন্ট আমাদের সাহায্য করবে। আমি চাইছি যেন ম্যাচটি হোক এবং আর যদি ইতিবাচক চিন্তা করি এটাই হওয়া উচিত।’

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ৪টি ম্যাচ। যা কিনা এক আসরে সর্বোচ্চ ম্যাচ বাতিল হওয়ার রেকর্ড। বৃষ্টি বাঁধায় পড়তে হয়েছে বাংলাদেশকেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গেলে এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল মাশরাফিদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়