শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৬:১৭ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোয়েন্দা তথ্য বলছে, আইএস এর টার্গেটে পরিণত হচ্ছে ভারত ও শ্রীলংকা

আব্দুর রাজ্জাক : আইএস সন্ত্রাসীদের সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করে রাজ্য পুলিশ প্রধানের কাছে সম্প্রতি ৩টি চিঠি পাঠায় কেরালার স্থানীয় গোয়েন্দা সংস্থা। এতে বলা হয়, ইরাক ও সিরিয়ায় আইএস এর পতনের পর তারা ভারত মহাসাগরীয় এলাকায় নজর দিতে পারে। এনডিটিভি

রাজ্য পুলিশ প্রধান বরাবর পাঠানো এক চিঠিতে বলা হয়, ইরাক ও সিরিয়ায় নিজেদের অধিকৃত অঞ্চলগুলো হারানোর পর এবার আইএস তাদের সদস্যদের আরো বেশি সহিংস রুপ নেয়ার অনুরোধ করছে। যুদ্ধক্ষেত্র হারানোর পর এবার নিজ নিজ ভূমিতে ফিরে গিয়ে আক্রমণ জোরদার করতেও অনুরোধ করা হচ্ছে।

মাত্র পনের দিন আগে প্রকাশিত অন্য একটি চিঠিতে বলা হয়, কোচির একটি নামকরা শপিংমলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আইএসের লক্ষ্যে পরিণত হতে পারে। সম্প্রতি আইএস এর অনলাইন কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এটি প্রায় নিশ্চিত যে, একটি বড় রকমের সন্ত্রাসী হামলা আসন্ন। এতে জ্যেষ্ঠ কর্মর্তারা উদ্বেগ প্রকাশ করে বলছেন, কেরালা, তামিলনাড়–, অন্ধ্রপ্রদেশ ও কাশ্মীর মারাত্মকভাবে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে আছে।

আইএস সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে বিশেষ করে ‘টেলিগ্রাম’ অ্যাপটি ব্যবহার করে থাকে কিন্তু সম্প্রতি এর তথ্য ফাঁস হয়ে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় ‘চ্যাটসেকিউর’, ‘সিগনাল’ ও ‘সাইলেন্ট টেক্সট’ এর মতো নতুন অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে বলে গোয়েন্দাদের পাঠানো অন্য একটি চিঠিতে বলা হয়।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, বিগত কয়েক বছরে কেরালা থেকে শতাধিক ভারতীয় নাগরিক আইএস এ যোগ দেয়। এবং কেরালার মোট ২১টি ‘কাউন্সেলিং সেন্টারে’ আরো ৩শতাধিক ব্যক্তিকে বিচ্ছিন্নতাবাদে উদ্বুদ্ধ করা হয়েছে। তবে সেন্টারগুলো এখন পুলিশের নজরদারিতে রয়েছে। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়