শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাকিবকে ওয়ান ম্যান আর্মি বলতে চান না মাশরাফি

স্পোর্টস ডেস্ক : চলমান বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন সাকিব আল হাসান। চার ম্যাচ খেলে টানা দুটি ফিফটি ও দুটি সেঞ্চুরি করেছেন। ব্যাট ও বল হাতে দুর্দান্ত আছেন তিনি। ফলে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অনেকেই ওয়ান ম্যান আর্মি হিসেবে বিবেচনা করছেন। তবে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এভাবে ভাবছেন না।

মাশরাফির মতে, বাংলাদেশের হয়ে অনেকেই অবদান রাখছেন। তবে সাকিবকে কৃতিত্ব দিলেও তাকে ওয়ান ম্যান আর্মি বলতে চান না মাশরাফি।

তার মতে, ‘আমি বলবো না যে এটি ওয়ান ম্যান আর্মি ছিল। সাকিব রান করছে, এটি আমাদের দলের জন্য অনেক ভালো ব্যাপার। তবে আপনি যদি আমাদের দলের দিকে দেখেন, তাহলে দেখবেন অন্য ছেলেরাও ভালো করছে। মুস্তাফিজ উইকেট পেয়েছে। সাইফউদ্দিন শুরুতে উইকেট পেয়েছিল। বিশ্বের সবাই জানে যে ক্রিস গেইল কী করতে পারে। সুতরাং এটি ওয়ান ম্যান আর্মি ছিল না। যদি কেউ ১০০ রান করে দলের জন্য, তা অবশ্যই সাহায্য করবে তবে এটি ওয়ান ম্যান আর্মি ছিল না। সাকিব এক্সেপশনাল। সে এই মুহূর্তে সেরা খেলাটি খেলছে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি মুস্তাফিজ, সাইফউদ্দিন ও তামিম ভালো শুরু পেয়েছিল, সৌম্য ভালো শুরু পেয়েছিল। লিটন এবং মুশির (মুশফিক) কথাও বাদ দেয়া যাবে না। বিশেষ করে মিরাজও ভালো বোলিং করেছে। সুতরাং এটি ওয়ান ম্যান আর্মি ছিল না। তবে আপনি যেটি বললেন যে সে দুর্দান্ত খেলেছে। কাউকে এগিয়ে আসতে হবে। সাকিবকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে, সে যা করছে তার জন্য। একই সঙ্গে অন্যান্য খেলোয়াড়রা যা করছে এটি অনেক ভালো কিছু।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়