শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ১১:২০ দুপুর
আপডেট : ২০ জুন, ২০১৯, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুফিয়া কামালের জন্মদিনে গুগল ডুডল

তানজিনা তানিন : তার পৈত্রিক নিবাস ব্রাহ্মনবাড়িয়ায়, কিন্তু শৈশবটা কেটেছে মামার বাড়িতেই। ১৯১১ সালের এই দিনে বরিশালের শায়েস্তাবাদে নানার বাড়িতে জন্ম তার। আধুনিক প্রগতিশীল নারী আন্দোলনের পথিকৃৎ এই মহীয়সীর ১০৮তম জন্মবার্ষিকীতে গুগল স্মরণ করছে শ্রদ্ধাভরে।

সাহিত্য রচনায় অনবদ্য ভূমিকা রয়েছে বেগম সুফিয়া কামালের। ১৩ বছর বয়সে মামাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় তার। প্রথম স্বামীর অকাল মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলেও ভুলতে পারেননি কিশোর বয়সের প্রথম প্রেম। প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন ছিলেন আধুনিক মনা। সুফিয়া কামালের সাহিত্য চর্চায় নেহাল হোসেনের উৎসাহ ও সাহায্য তার সাহিত্য চর্চার পথ প্রসারিত করেছিলো। তাই হয়তো বেশিরভাগ কবিতায় প্রথম প্রেম হারানোর বেদনা উগ্রে দিয়েছেন বারবার।

সুফিয়া কামালের শিশু মনে জায়গা করে নেন বেগম রোকেয়া। তার সাহিত্যে ও চেতনায় বেগম রোকেয়ার একটা ছাপ পাওয়া যায়। ১৯৪৭ সালের ভাষা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিলো।

তার বিখ্যাত কাব্যগ্রন্থ সাঝেঁর মায়া, মৃত্তিকার ঘ্রাণ, মায়া কাজলসহ আরো অনেক বিখ্যাত রচনা রয়েছে। স্মৃতিকথা একাত্তরের ডায়রি আরও একটি অনবদ্য রচনা। তাছাড়া ইতল বিতল ও নওল কিশোরের দরবারের মতো শিশুতোষ রচনাও রয়েছে তার।
বেগম সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন। ৮৮ বছর বয়সে ১৯৯৯ সালের ২০ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়