শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৬:১৫ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৬:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অপু উকিল বললেন, বঙ্গবন্ধুকন্যার বাজেট মানুষের আকাশছোঁয়া স্বপ্নের প্রতিচ্ছবি

লিয়ন মীর : জাতির জনক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০১৯-২০ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করেছে এই বাজেট বাংলার সর্বস্তরের মানুষের আকাশছোঁয়া স্বপ্নের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের প্রতি, মাটির প্রতি হৃদয়নিংড়ানো মমত্ববোধ নিয়ে সরকার পরিচালনা করছেন। যার ফলে আওয়ামী লীগ সরকারের এই বাজেটজুড়ে মানুষের স্বপ্ন বুনে আছে।

তিনি বলেন, দেশের মানুষকে ক্ষুধামুক্ত উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছে আওয়ামী লীগ সরকার, আর সেই দারিদ্র্য দূর করে ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করেছেও গণমানুষের দল এই আওয়ামী লীগ। মানুষ এখন আর তিনবেলা পেটভরে খাওয়ার জন্য যুদ্ধ করছে না। মানুষ এখন আকাশছোঁয়া উন্নত জীবনের স্বপ্ন দেখছে। আর সেই স্বপ্ন পূরণের সনদ হচ্ছে এবারের পাঁচ লাখ কোটি টাকার বাজেট।  এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের সরকারকে দিন শেষ হলে দেশের মানুষ যখন আওয়ামী লীগকে ভোট দিয়ে ২০০৮ সালে সরকার গঠনের সুযোগ দেয় তখন ২০০৮ সালে মাত্র ৬০ হাজার কোটি টাকার বাজেট পেয়েছিলো আওয়ামী লীগ সরকার। আর এখন ২০১৯ সালে এসে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে আওয়ামী লীগ সরকার। এই পাঁচ লাখ কোটি টাকার বাজেটই প্রমাণ করে আওয়ামী লীগ সরকারের অভাবনীয় উন্নয়নের প্রতিচ্ছবি। স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে লুটপাট করেছে আর স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ দেশ ও মাটির প্রতি মমত্ববোধ, অসীম ভালোবাসা ধারণ করে কাজ করেছে বলেই এটা সম্ভব হয়েছে। কেননা লুটপাটের রাজনীতি করলে কখনোই মাত্র ৬০ হাজার কোটি থেকে পাঁচ লাখ কোটি টাকার বাজেট দেয়া সম্ভব হতো না।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সৎ এবং দৃঢ় নেতৃত্ব বাংলাদেশকে নি¤œ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতার শামিল করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন প্রায় দু’ হাজার ডলার, জিডিপি দুই সংখ্যার ঘর ছুঁই ছুঁই করছে। এই চলমান ধারাবাহিকতা বজায় থাকলে খুব দ্রুত সেটা বাস্তবায়ন হবে। সামাজিক সবগুলো সূচকে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ায় এক নম্বরে অবস্থান করছে। যেমন শিশু মৃত্যুহার, মাতৃমৃত্যুহার একেবারে কমিয়ে আনা সম্ভব হয়েছে। সেসঙ্গে বেড়েছে গড় আয়ুু, স্যানিটেশনে অভাবনীয় উন্নয়ন। প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। বিদ্যুতের আলো প্রত্যন্ত অঞ্চলকেও আলোকিত করছে। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট বাংলাদেশের অবস্থান জানান দিচ্ছে, সমুদ্রতলেও বাংলাদেশের উন্নয়নের চিত্র দৃশ্যমাণ। মানবতায় বিশে^র সব নেতাদের টপকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এক নম্বর স্থানে অবস্থান করছে। স্বাধীনতাকালে যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলে আখ্যায়িত করেছিলো তারা আজ বিশে^র দেশে দেশে ঘুরে বাংলাদেশের উন্নয়নের গান গাইছে, মানবতা এবং মানবাধিকারের প্রশংসা করছে। কেননা তাদের তলাবিহীন ঝুড়ি আজ উন্নয়নে উপচে পড়ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়