শিরোনাম
◈ পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি চার ঘণ্টা পর উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক ◈ বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ◈ সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে সরকার টু শব্দ করার সাহস পাচ্ছে না: বিএনপি ◈ এমভি আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালিয় পুলিশ ও বহুজাতিক নৌবাহিনী ◈ পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ◈ জীবনের নিরাপত্তা চেয়ে ডিবিতে অভিযোগ করলেন জবি ছাত্রী ◈ ঈদের পর কাওরান বাজার যাবে গাবতলীতে: মেয়র আতিক ◈ আবদুল্লাহ জাহাজে থাকা কয়লায় দুর্ঘটনার ঝুঁকি নেই: এস আর শিপিং ◈ পাপেট সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত সব নির্বাচন ত্রুটিপূর্ণ বলবে যুক্তরাষ্ট্র: জয়  ◈ চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হতে তিন দিন লাগতে পারে: রেল সচিব

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এডিবি বলেছে, চলতি ও আগামী বছর বাংলাদেশ ৮ শতাংশ প্রবৃদ্ধির রেকর্ড গড়বে

সালেহ্ বিপ্লব : বাংলাদেশে এডিবি’র আবাসিক পরিচালক মনমোহন পরকাশ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার জাতীয় সংসদ কার্যালয়ে দেখা করেন। প্রধানমন্ত্রীর কাছে তিনি এডিবি’র বার্ষিক প্রকাশনা এশীয় উন্নয়ন আউটলুক (এডিও) হস্তান্তর করেন। এই প্রকাশনায় এডিবি আভাস দিয়েছে, বাংলাদেশ ২০১৯ ও ২০২০ অর্থবছরে ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে, যা হবে একটি নতুন রেকর্ড। মনমোহন পরকাশ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। বাসস

বার্ষিক প্রকাশনায় এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪৫টি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল্যায়ন ও পূর্বাভাস দিয়ে থাকে এডিবি। এবারের মূল্যায়নে বলা হয়েছে, ৪৫টি দেশ নিয়ে গঠিত এশিয়া প্যাসিফিক অর্থনীতিগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে। এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে এডিবি। তাদের হিসেবে, বাংলাদেশের ব্যাংকিং খাতের সংস্কার উচ্চ বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করবে, যা প্রবৃদ্ধিসহায়ক হবে।

শেখ হাসিনা এডিবি’র আবাসিক পরিচালককে বলেন, তাঁর সরকার একটি সুপরিকল্পিত উপায়ে দেশের অর্থনীতিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ বছরও বাজেট প্রণয়নের আগে আমরা বিশ্লেষণ করেছি। তিনি উল্লেখ করেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিলো, তখনও তাঁর দল দেশের স্বার্থে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মসূচি হাতে নিয়েছে।

মনমোহন পরকাশ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সকল উন্নয়ন কর্মসূচি জনমুখী।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান ও অর্থসচিব আবদুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়