শিরোনাম
◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৪:৩১ সকাল
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৪:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ববাণিজ্য স্থবির হয়ে পড়লে এশিয়ায় সবচেয়ে বেশি ক্ষতি হবে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের অর্থনীতি

নূর মাজিদ : যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সংঘাতে যখন সারা বিশ্বের আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি স্থির হয়ে পড়ার ল²ণ দেখা যাচ্ছে। অর্থনৈতিক রেটিংস সংস্থা মুডিসের সা¤প্রতিক পর্যালোচনায় বলা হচ্ছে, এর ফলে চীনের পরেই এশিয়ায় সবচাইতে বেশি ক্ষতির শিকার হবে রপ্তানিনির্ভর অর্থনীতির তিন দেশ জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ান। সূত্র : সিএনবিসি।

এই বিষয়ে মুডিসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনৈতিক বিশেষজ্ঞ স্টিভ কোচরানে বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের অর্থনীতি চীনের বাজারের ওপর অতিরিক্ত পরিমাণে নির্ভরশীল। এই দেশগুলো শুধু চীনা ভোক্তাদের জন্যেই পণ্য সরবরাহ করেনা বরং দেশটির কারখানাগুলোতে সংস্থাপন করা হয় এমন যন্ত্রাংশ ও পণ্য রপ্তানি করে। পরবর্তীতে এসব পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়। অর্থাৎ একটি পার¯পরিক নির্ভরশীলতার স¤পর্ক এখানে কাজ করছে।

কোচরানে আরো বলেন, তারা চীনের সঙ্গে বাণিজ্য সংযোগের ওপর খুবই নির্ভরশীল। সেটা চীনের নিজস্ব বাজারেই হোক বা বৈশ্বিক উৎপাদন ব্যবস্থার সাপ¬াই চেইন হিসেবে, এই স¤পর্কের প্রভাব চীন নির্ভর অর্থনীতি তিনটির জন্য অবশ্যসম্ভাবি।

এদিকে গতমাস থেকে বাণিজ্য সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকেই জাপান, দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের পুঁজিবাজারে মন্দাভাব বিরাজ করছে। এই দেশগুলোর প্রযুক্তি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চীনে বিপুল পরিমাণ প্রযুক্তি পণ্য রপ্তানি করে। ফলে এশিয়ার পুঁজিবাজারে দর হারানোর শীর্ষেও তারাই অবস্থান করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়