শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমাকে হত্যাচেষ্টায় ব্যয় হয়েছে ২ কোটি ডলার’জানালেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো

রাশিদ রিয়াজ : ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তাকে হত্যার জন্য যে ষড়যন্ত্র হয়েছিল তার পেছনে এর পরিকল্পনাকারীরা দুই কোটি ডলার খরচ করেছে। রাজধানী কারাকাসে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাদুরো বলেন, আমি জানি কলম্বিয়ায় বসে কারা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল এবং কারা এই হত্যাকাণ্ডের জন্য অর্থের যোগান দিয়েছে। তিনি বলেন, আমাকে হত্যার পেছনে তারা লাখ লাখো-কোটি ডলার খরচ করেছে। জানা গেছে তাদের দুই কোটি ডলার খরচ হয়েছে। সরকারবিরোধী নেতা জুলিও বুর্জেস এই অর্থ হাতিয়ে নিয়েছেন বলে তিনি জানান।

২০১৮ সালের আগস্টে বিস্ফোরকভর্তি ড্রোনের সাহায্যে মাদুরোকে হত্যার চেষ্টা চালানো হয়। আঘাত হানার আগেই ড্রোনটিকে শনাক্ত করে তা লক্ষ্য করে গুলি চালায় মাদুরোর এক দেহরক্ষী এবং এতে ড্রোনটি একটি ভবনে গিয়ে পড়ে ও বিস্ফোরিত হয়।

মাদুরো যখন সেনাবাহিনীর সদস্যদের এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন তখন এ হামলা হয় এবং তার ভাষণটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। ওই ঘটনার পর মাদুরো বক্তৃতা বন্ধ করে সমাবেশস্থল ত্যাগ করতে বাধ্য হন। ওই হামলায় মাদুরো অক্ষত থাকলেও তার সাত দেহরক্ষী আহত হন। এর আগে মাদুরো অভিযোগ করেছিলেন, আমেরিকা তাকে হত্যার চেষ্টা চালাচ্ছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়