শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০৩:১০ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাশরাফিও বললেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতা সম্ভব

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপে পাঁচ ম্যাচ খেলে দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত আর বাকি দুই ম্যাচ হেরেছে। বাকি পাঁচ ম্যাচ জিততে পারলে সেমিফাইনাল নিশ্চিত টাইগারদের। আগামীকাল শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারাতে পারলে পথটা আরো সহজ হয়ে যাবে।

অজিরা পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জয় পেয়েছে। তাই ট্রেন্ট ব্রিজে তাদেরকে হারানোটা কঠিনই হবে মাশরাফিদের। তবে টাইগার দলপতির মতে ভালো খেললেই তাদের হারানো সম্ভব। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিলো কী করলে অস্ট্রেলিয়াকে হারাতে পারবে বাংলাদেশ? এক কথায় মাশরাফি বিন মুর্তজার উত্তর, ‘ভালো খেললে।’

অধিনায়ক একটু পরই জানিয়ে দিলেন কতটা ভালো খেললে অস্ট্রেলিয়াকে হারানো যাবে, ‘সব বিভাগে ভালো খেললে। যদি একটা বিভাগে ভালো করি, বাকি দুইটাতে না করি তাহলে ওদের বিপক্ষে জেতা সম্ভব না। অস্ট্রেলিয়া যদি ৭০ ভাগ খেলে, আমার ধারণা আমাদের ১০০ ভাগ খেললে তখন সম্ভব হবে। অস্ট্রেলিয়ার সঙ্গে ১০ ভাগ ভালো খেলে ম্যাচ জেতা কঠিন। কমপক্ষে ব্যবধান থাকতে হবে ৩০ থেকে ৪০ ভাগ।’

দলপতি আরো বলেন, ‘আমাদের এতটাই ভালো খেলতে হবে ওদের সঙ্গে। সাকিব একটা কথা বলেছিল, জেনেটিক্যালি অ্যাথলেটের একটা ব্যাপার আছে ওদের (অস্ট্রেলিয়া) মধ্যে। যার কারণে ওদের সাথে আমাদের একটা ফারাক থাকেই। ওই জায়গাগুলি মানসিকভাবে ও শারীরিকভাবে অ্যাকটিভ থেকে যদি কাভার করা যায়। এসব ছোটখাটো জিনিসগুলো অনেকসময় ম্যাচ জিতিয়ে দেয়। জিততে হলে তিন বিভাগেই আমাদের এগিয়ে থাকতে হবে।’

নতুন ভেন্যু, নতুন প্রতিপক্ষ। বিশ্বকাপে এভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাশরাফির মতে, বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তবে নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো প্রতিপক্ষকেই হারাতে পারে সে বিশ্বাস আর টন্টনে উইন্ডিজের বিপক্ষে দাপুটে জয়ই লাল-সবুজদের পুঁজি। বৃহস্পতিবার অজি-বাধা টপকাতে পারলেই স্বপ্নের ‘সেমিফাইনাল’ হাত বাড়িয়ে ডাকবে বাংলাদেশকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়