শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল সাজে সাজবে রাজধানী

সমীরণ রায়: আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল সাজে সাজাবে রাজধানী ঢাকা। প্রতিষ্ঠার স্মৃতিবিজড়িত রোজ গার্ডেন হয়ে নবাবপুর, নবাবপুর থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয় ও রাজধানীজুড়ে ঐতিহ্যের আলোয় সজ্জিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করবে দলটি।

ইতোমধ্যে আওয়ামী লীগের অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে একে একে বৈঠক করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। ওই বৈঠকে সংগঠনগুলোকে প্রতিষ্ঠাবার্ষিকীকে সফল করে তোলার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়রদের নিয়েও যৌথসভা করেছেন কেন্দ্রীয় নেতারা। যৌথসভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামকে রাজধানী ঢাকাকে বর্ণিল সাজে সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগকে যার যার অবস্থান থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে দায়িত্ব দেওয়া হয়েছে কর্মসূচি সফল করার জন্য।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা প্রাণখুলে মন ভরে উৎসবের আমেজে মেতে উঠবো। আমরা আনন্দের সঙ্গে আওয়ামী লীগের জন্মদিন পালন করবো। একই সঙ্গে রাজধানীজুড়ে আলোক সজ্জায় সজ্জিত করা হবে। প্রচার-প্রচারণায় সমস্ত কিছুতে যেন দৃষ্টিকটু কিছু না হয়। তবে প্রচার-প্রচারণায় ব্যানার ফেস্টুনে নিজেরটা বড় করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি যেন ছোট না করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী সুশৃঙ্খলভাবে পালন করার মধ্য দিয়ে এ শহরের জনগণ এবং দেশবাসীকে জানাতে চাই, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সচেতন একটি দল।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা যা আওয়ামী লীগের অতীত ঐতিহ্যকে তুলে ধরে আলোকসজ্জিত করা হবে। এছাড়া ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু ব্যানার, ফেস্টুন করা হবে। ব্যানার-ফেস্টুনে শুধু সিটি করপোরেশন, মহানগর আওয়ামী লীগের নাম, থানা-ওয়ার্ড, ইউনিয়ন ও কাউন্সিলদের নাম যেতে পারে। কিন্তু কারো কোনো ছবি যাবে না। দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে সুন্দর করতে, সম্মান জানাতে এবং দায়িত্বশীল আচরণ করে আমরা ঢাকা শহরসহ গোটা দক্ষিণকে সুন্দরভাবে সাজাতে চাই।
তিনি বলেন, আওয়ামী লীগের ইতিহাস রোজ গার্ডেনে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা করা হবে। দলটির অতীত ঐতিহ্য রোজ গার্ডেন, সেখানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা, সেটাকে তুলে ধরে করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নবাবপুর/৯১ এখানেও আওয়ামী লীগের কার্যালয় ছিল। সেই অফিসটিকে আমরা আলোকসজ্জা করতে চাই ও অতীত ঐতিহ্যকে ধারণ করতে চাই। প্রতিষ্ঠাবার্ষিকীতে রোজ গার্ডেন থেকে শুরু করে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ও সজ্জিত করা হবে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে দলকে তুলে ধরা হবে। দলের মূল প্রচারণাকে তুলে ধরা হবে। এর মধ্য দিয়ে জনগণের কাছে আরও বেশি নিয়ে যাওয়া ও জনপ্রিয়তা করা সম্ভব হবে আওয়ামী লীগকে। সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ
  • জনপ্রিয়