শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০২:১৮ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহাকাশে স্যাটেলাইট পাঠালো শ্রীলংকা

ইমরুল শাহেদ : শ্রীলংকার প্রথম স্যাটেলাইট রাবন-১ কক্ষপথে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে এ সপ্তাহে। এই স্যাটেলাইটটি পরিকল্পনা ও উন্নয়ন করেছেন স্থানীয় প্রকৌশলীরা। জাপান ও নেপালের আরো দুটি বিআইআরডি৩ স্যাটেলাইটের সঙ্গে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (আইএসএস) থেকে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। কলম্বো পেজ জানিয়েছে, সোমবার শ্রীলংকার স্থানীয় সময় ৩টা ৪৫ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। যে দু’জন স্থানীয় প্রকৌশলী এই স্যাটেলাইটটির পরিকল্পনা ও উন্নয়ন করেছেন তারা দু’জনেই জাপানের কাইয়ুসু ইনসটিট্যুট অব টেকনোলজি থেকে স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। টাইমস অব ইন্ডিয়া

কলম্বো পেজ জানিয়েছে, রাবন-১ জাপানিজ এ্যারোস্পেস এ্যান্ড এক্সপ্লোরেশন এজেন্সিকে (জেএএক্সএ) ব্যবহার করে কক্ষপথের ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে।

এই স্যাটেলাইটটি জাপানিজ এ্যারোস্পেস এ্যান্ড এক্সপ্লোরেশন এজেন্সিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে গত ১৮ ফেব্রুয়ারি এবং আইএসএসে পাঠানো হয়েছে ১৭ এপ্রিল। তবে এ ব্যাপারে সহায়তা নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সিগনাস-১ স্পেসক্রাফটের।

রাভানা১ স্যাটেলাইটের মাধ্যমে পাঁচ ধরনের কাজ হবে। এটি শ্রীলংকা এবং আশপাশের এলাকার ছবি তুলবে। যদিও মনে করা হচ্ছে, এই স্যাটেলাইটের জীবনী শক্তি মাত্র দেড় বছরের। কিন্তু এটি টিকে থাকবে পাঁচ বছর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়