শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০১:৩০ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খাসোগজিকে বিচারবর্হিভূতভাবে হত্যার জন্য সৌদিআরবকে দায়ী করলো জাতিসংঘ

লিহান লিমা: সাংবাদিক জামাল খাসোগজি হত্যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও অন্যান্য উচ্চ-পদস্থ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে বুধবার প্রকাশিত তদন্ত প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ। বিবিসি, সিএনএন, আল-জাজিরা

২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি দূতাবাসে খাসোগজিকে হত্যা করা হয়। ওয়াশিংটন পোস্টের কলামিস্ট খাসোগজি সৌদি যুবরাজের নীতি ও রাজপরিবারের অন্যতম সমালোচক ছিলেন।

খাসোগজিকে নিয়ে প্রথম স্বাধীন এই তদন্ত প্রতিবেদনে জাতিসংঘ জানায়, তিনি ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডর শিকার হয়েছেন। এই তদন্ত প্রক্রিয়ার নেতৃত্ব দেয়া জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টার এগনেস ক্যালামার্ড বলেন, খাসোগজিকে বিচারবর্হিভূতভাবে হত্যার জন্য আন্তর্জাতিক আইনে সৌদিআরবকে অবশ্যই দায়ভার গ্রহণ করতে হবে। জাতিসংঘ তদন্ত কর্মকর্তারা আরেপা বলেন, খাসোগজি হত্যায় যে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা ছিলো এই বিষয়ে ‘গ্রহণযোগ্য প্রমাণ’ রয়েছে। ১০০ পৃষ্ঠার এই প্রতিবেদনে নিয়ে তাৎক্ষণিকভাবে রিয়াদ কোন প্রতিক্রিয়া জানায় নি।

খাসোগজি হত্যার পর থেকেই সৌদি আরব এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এই ঘটনায় যুবরাজের কোন সংশ্লিষ্টতা নেই। দেশটি রুদ্ধদ্বার বিচারিক কার্যক্রমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ১১ জনকে শনাক্ত করেছে এবং এর মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে। এই বিচার প্রক্রিয়া নিয়ে এগনেস ক্যালামার্ড বলেন, ‘সৌদি বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ড ও প্রক্রিয়া অনুসরণে ব্যর্থ হয়েছে। এতে কোন স্বচ্ছতা নেই বলে তিনি এই বিচার বাতিলের আহ্বান জানান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়