শিরোনাম
◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ২০ জুন, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ২০ জুন, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিনিকল থেকে বার্ষিক উৎপাদন ১ লাখ মেট্রিকটন, সংসদে শিল্পমন্ত্রী

আসাদুজ্জামান সম্রাট : শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীন দেশে রাষ্ট্রায়ত্ব চিনিকল রয়েছে ১৫টি। এই চিনিকলগুলোতে আখ প্রাপ্তিসাপেক্ষে গড়ে বার্ষিক চিনি উৎপাদনের পরিমাণ প্রায় ১লাখ মেট্রিকটন।

ব্রাক্ষণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুর করিমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে বুধবার সংসদকে এ তথ্য জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন সাতটি মিল বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে, খুলনা নিউজপ্রিন্ট ও খুলনা হার্ডবোর্ড মিলস্, ঢাকা লেদার কোম্পানি, নর্থ বেঙ্গল পেপার মিলস, উজালা ম্যাচ ফ্যাক্টরি লি. শ্যামপুর, কর্নফুলী রেয়ন কমপ্রেক্স ও ট্যাকেরঘাট লাইমস্টোন মাইনিং প্রজেক্ট। বন্ধ এসব শিল্প প্রতিষ্ঠান চালু করতে কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।

মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন ৭৬টি শিল্পনগরীতে স্থাপিত বিভিন্ন শিল্প কারখানায় গত ১০ বছরে অগ্নিসহ বিভিন্ন দুর্ঘটনায় ১২০ জন নিহত, ১৪৭ জন আহত ও ১০ জন নিখোঁজ হয়েছেন। বাংলাদেশ চিনি শিল্প ও খাদ্য কর্পোরেশনের (বিএসএফআইসি) মিল ও প্রতিষ্ঠানের কারখানায় গত ১০ বছরে বিভিন্ন সময়ে আগুন লাগার পর তাৎক্ষণিক আগুন নেভানোর পদক্ষেপ নেয়ায় ক্ষতি হয়নি। তবে, বিভিন্ন ধরণের ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজ করার সময় দুর্ঘটনায় ১০ জন শ্রমিক নিহত এবং ২৩২ জন আহত হয়েছেন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়