শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১১:২৭ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ায় শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট হবে ইভিএমে, বললেন সিইসি

জিএম মিজান, বগুড়া প্রতিনিধি : বগুড়া-৬ (সদর) আসনে উপ-নির্বাচনে উপলক্ষ্যে বুধবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে .এম. নুরুল হুদা বলেন, শান্তিপূর্ণ ও স্বচ্ছ ভোট হবে ইভিএম-এ । ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো সুযোগ নাই। ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহন শেষে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা যায়।

সিইসি আরও বলেন, ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভোটকেন্দ্রে সেনাবাহিনীর প্রয়োজন নাই। তবে ইভিএম-এর মাধ্যমে ভোটগ্রহনের কারণে সেনাবাহিনীর টেকনিক্যাল ম্যান থাকবেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে .এম .নুরুল হুদা বলেন, যে কোনো নির্বাচনে সবদল অংশগ্রহন না করলে ভোটার উপস্থিতি কম হয়, যা উপজেলা নির্বাচনে লক্ষ্য করা গেছে। তবে বগুড়া-৬ সদর আসনের উপ নির্বাচনে সব দল অংশ গ্রহন করায়, এখানে ভোটারদের উপস্থিতি কম হওয়ার সম্ভবনা নাই।

রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর-রহমানের সভাপতিত্বে বেলা ১১টায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা শুরু হয়। সভা শেষে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলেন। সভায় জেলা প্রশাসক ফয়েজ আহমেদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়