শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১০:২৯ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ দেশকে নয় শ্রীলঙ্কাকে সেমিফাইনালে দেখছেন স্টিভ ওয়াহ

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ মনে করেন, বিশ্বকাপের এবারের আসরে সেমিফাইনাল খেলবে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ান শক্তিশালী বোলিং লাইন আপের বিপক্ষে ইনিংসের শুরুতে দারুণ ব্যাটিং করেছে লঙ্কানরা।

মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের বিপক্ষে প্রথম ১৫ ওভারে কোন উইকেট হারায়নি শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুনারত্নে এবং বাঁহাতি ওপেনার কুশল পেরেরা উদ্বোধনী জুটিতে ১১৫ রান যোগ করেছিলেন। যা মুগ্ধ করেছে অজি সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ককে।

বিশ্বকাপে তার সেরা চার দলের বাকিরা হলো স্বাগতিক ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড। ‘যদিও শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে হুমকি হয়ে উঠেনি। তবে প্রথম ১৫ ওভার যেভাবে খেলেছে (অস্ট্রেলিয়ার পেস আক্রমণ সামলে) তা সত্যিই ইতিবাচক একটি দলের জন্য, যারা ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং ভারতের সাথে সেমিফাইনাল খেলতে পারে।' বলেছেন তিনি।

চলমান এই বিশ্ব আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে ১টিতে জয়, ২টিতে পরাজয় ও বাকি ২ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে তাদের। ফলে, ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে দলটি।

পয়েন্ট টেবিলে নাজুক অবস্থায় থাকলেও নিজের দেয়া চার সেমিফাইনালিস্টের তালিকায় শ্রীলঙ্কাকে রেখেছেন তিনি। দুর্দান্ত পারফর্মেন্সের পরও ৫ ম্যাচে চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়াকে সেমিফাইনালিস্টের সম্ভাব্য তালিকা থেকে বাদ দিয়েছেন স্টিভ ওয়াহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়