শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১০:১৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মারকলিপি দেয়ার পর যা বলছেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

মুহাম্মদ ইলিয়াস হোসেন : ১৮জুন ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে প্র্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা, স্মারকলিপির মাধ্যমে তাদের দাবী আদায় হবে বলে মনে করছেন এই নেতাকর্মীরা। এদিকে ২৪দিন ধরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

গতকাল মঙ্গলবার ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া এই নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন। উক্ত সংবাদ সম্মেলনে তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করবেন বলে জানান। গতকাল রাতে তারা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ দপ্তর বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নিকট দিয়েছেন এবং তিনি তাদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে । স্মারকলিপি প্রদান করতে ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন, সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপ সম্পাদক ইমদাদ হোসেন সোহাগ, সাবেক সদস্য তানভীর হাসান সৈকত, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক শেখ আব্দুল্লাহ, শেখ নকিবুল ইসলাম সুমন, সাবেক প্রচার সম্পাদক সাইফ বাবু প্রমুখ নেতাকর্মীরা গিয়েছিলেন । স্মারকলিপি প্রদানের মাধ্যমে আপনাদের দাবি আদায় হবে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক কর্মস‚চি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাদের একমাত্র আশ্রয়স্থল। আমরা আশা করি, তিনি আমাদের দাবিগুলো পূরণ করবেন।

উল্লেখ্য তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত লাভের সুযোগ করে দিতে হবে। ১৩মে গঠিত ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি থেকে বিতর্কিত নেতাদের পদ শূণ্য ঘোষণা করার পাশাপাশি নাম প্রকাশ করতে হবে। বিতর্কিতদের পদ শূণ্য ঘোষণার পর অবস্থান কর্মসূচি পালনকারীদের মধ্যে যারা যোগ্য তাদের পদায়ন করতে হবে। মধুর ক্যান্টিন ও টিএসসিতে তাদের ওপর যে হামলা (১৩মে ও ১৮মে মধ্যরাতে) হয়েছে তার সুষ্ঠু বিচার করতে হবে।
যদি মনে করেন স্মারকলিপি প্রদানের মাধ্যমে আপনাদের দাবি আদায় হবে তবে আপনারা অবস্থান কর্মসূচি এখন স্থগিত করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে রাকিব হোসেন বলেন, আমরা আমাদের অবস্থান কর্মসূচি স্থগিত করব তবে এখন না। যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ চলবে। দাবি আদায় হলে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়