শিরোনাম

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৯:৫৫ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসভায় শপথ নিলেন গুরুদাসপুরের সাংসদ সানি দেওল

মুসফিরাহ হাবীব : ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে পাঞ্জাবের গুরুদাসপুর থেকে বিজেপি’র প্রার্থী তথা বর্ষীয়াণ বলিউড অভিনেতা সানি দেওল জয়ী হওয়ার পর প্রথম সংসদ অধিবেশনে মঙ্গলবার শপথ নিয়েছেন।

সাদা জামা, কালো ব্লেজার ও নীল জিন্সের প্যান্ট পরে শপথ নেন তিনি। এ সময় সামনে বসে থাকা অন্য সংসদ সদস্যরা তাকে হাততালি দিয়ে অভিনন্দন জানান। সানি দেওল ইংরেজিতে শপথবাক্য পাঠ করেন। শপথবাক্য পড়ার সময় উত্তেজনা বা অন্য যে কোনো কারণেই হোক মুহূর্তের জন্য হঠাৎ একটি শব্দ ভুল বলে ফেলেছিলেন তিনি। তবে এক মুহূর্ত দেরি না করে তা সংশোধন করে সানি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও সততা বজায় রাখব।’

শপথ নেওয়ার সময় ভারত মাতা কি জয় বলে স্লোগান দিতে থাকেন বিজেপি’র অন্যান্য সাংসদরা। গুরুদাসপুরের নিকটতম কংগ্রেস প্রার্থী সুনীল ঝাখরকে ৮২,৪৫৯ ভোটে হারিয়ে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন বলিউডের এই অ্যাকশন হিরো।

মঙ্গলবার সকালে সংসদ ভবনে পৌঁছার পর সানি দেওলকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। লোকসভা নির্বাচনের আগে গত ২৩ এপ্রিল বিজেপিতে যোগ দিয়েছিলেন সানি দেওল। তিনি এখন রাজনীতি আর তার নির্বাচনী এলাকাকে গুরুত্ব দিচ্ছেন। ছবির কাজ কমিয়ে এখন সেখানেই বেশি সময় দিচ্ছেন সানি। সম্পাদনা : মুসবা তিন্নি

  • সর্বশেষ
  • জনপ্রিয়