শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৯:২৬ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৯:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীতে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যা, শাশুড়িসহ ৪ আসামী গ্রেপ্তার

খন্দকার শাহিন, নরসিংদী: নরসিংদী শহরতলীর হাজীপুরের খাসের চরে জান্নাতি বেগম (১৭) নামে এক গৃহবধুকে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামী শাশুড়ি শান্তি বেগমসহ ৪ আসামীকে নাটোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৮ জুন) বিকালে নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১৯ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার হওয়া আসামিরা হলো, নিহত জান্নাতির শাশুড়ি শান্তি বেগম (৪৫), স্বামী শিপলু ওরফে শিবু (২৩), ননদ ফাল্গুনী বেগম (২০) ও শ্বশুর হুমায়ুন মিয়া (৫০)। তারা নরসিংদী সদর উপজেলার চর হাজিপুরের খাসেরচর গ্রামের বাসিন্দা। এর আগে গত রোববার (১৬ জুন) এ মামলার আরও ৬ আসামীকে গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, নরসিংদী শহরতলীর হাজিপুরের খাসের চর গ্রামে শ্বশুর শাশুড়ির দাবিকৃত যৌতুক না দেয়া ও মাদক ব্যবসায় রাজি না হওয়ায় গত ২১ এপ্রিল গভীর রাতে ঘুমন্ত অবস্থায় গৃহবধু জান্নাতি আক্তার (১৭) এর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। ৪০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ৩০মে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যায় জান্নাতি।

দগ্ধ করার ঘটনায় প্রথমে আদালতে মামলা দায়ের করার পর জান্নাতির মৃত্যু হলে শনিবার (১৫ জুন) রাতে নিহত জান্নাতির বাবা শরিফুল ইসলাম খান বাদী হয়ে শাশুড়ি শান্তি বেগমকে প্রধান আসামি করে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়