শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৬:০৩ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞ ঠেকাতে ব্যর্থতার জন্যে জাতিসংঘ মহাসচিবের পদত্যাগ দাবি

আব্দুর রাজ্জাক : ‘পদ্ধতিগত ব্যর্থতার’ কারণে রোহিঙ্গা নিধনযজ্ঞ আটকানো যায়নি বলে বিশ্বসংস্থাটির একটি অভ্যন্তরীণ পর্যবেক্ষণ প্রকাশ হওয়ার পরের দিনই জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেসের পদত্যাগ দাবি করলো ‘ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ (এফআরসি)। আনাদোলু এজেন্সি।

জাতিসংঘের বিশেষ পর্যবেক্ষক গার্ট রোজেনথাল সোমবার মিয়ানমারে বিশ্বসংস্থাটির কার্যক্রম নিয়ে ৩৪ পৃষ্ঠার একটি পর্যবেক্ষণ প্রকাশ করেন। ওই প্রতিবেদনে দেখানো হয়, ২০১৭ সালের আগস্টে শুরু হওয়া রোহিঙ্গা নিধনযজ্ঞ আটকাতে যৌথ ও সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিলো কিন্তু জাতিসংঘ তখন নিরাপত্তা কাউন্সিলের সমর্থন না পাওয়ার অভিযোগে পদ্ধতিগত ব্যর্থতার পরিচয় দেয়।

উক্ত প্রতিবেদনের জেরে মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব ও তার জ্যেষ্ঠ সহাকারী রেনাতা লক-দেসালিয়েনের পদত্যাগ দাবি করে রোহিঙ্গাদের সহায়তাকারী সংস্থা এফআরসি। বিবৃতিতে জাতিসংঘের এই নেতৃত্বের অধীনে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য তাদের ব্যাপক সমালোচনা করা হয়।

মিয়ানমারে জাতিসংঘের সাবেক আবাসিক কোঅর্ডিনেটর লক-দেসালিয়েনের ভূমিকা বিতর্কিত ছিলো বলে অভিযোগ করা হয়। রাখাইনে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা সংক্রান্ত আগাম সতর্কতা থাকা সত্তে¡ও গোপনে তিনি বিষয়টি চেপে যান বলে অভিযোগ রয়েছে। কিন্তু তার ব্যর্থতার জন্য দায়ি না করে জাতিসংঘ তাকে পুরষ্কৃত করেছে বলে এফআরসি অভিযোগ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়