শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৫:৫৩ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৫:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুরু হলো জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা

অনিক আহমেদ, গবি সংবাদদাতা: স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরির প্রয়াসে ‘‘ফটোগ্রাফিতে জনস্বাস্থ্য: ফুটিয়ে তুলুন আপনার ক্যামেরায়’’ প্রতিপাদ্যে দেশব্যাপী শুরু হলো জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা। মঙ্গলবার (১৮ জুন ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন গণস্বাস্থ্য কেন্দ্রের সমন্বয়ক ডা. মনজুর কাদির আহমেদ।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণবিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. আবুল কাসেম চৌধুরী, বর্তমান উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু, প্রতিযোগিতার প্রধান বিচারক হাসান সাইফুদ্দীন চন্দন ও বাংলাদেশ পাবলিক হেলথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. তৌফিক জোয়াদ্দার।

জনগণের স্বাস্থ্যই জনস্বাস্থ্য। জনস্বাস্থ্য বিষয়ক ছবি হচ্ছে সেই ছবি যা জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন বিষয়কে তুলে ধরে। আমাদের চারপাশের ইতিবাচক বা নেতিবাচক যাই হোক না কেন তা যদি আমাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ভূমিকা রাখে অথবা আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করে সেটিকে ছবিতে ফুটিয়ে তুলে ধরাই হলো প্রতিযোগিতার বিষয়বস্তু।
বাংলাদেশে বসবাসকারী ১৮ বছর বয়সী বা তদূর্দ্ধ যেকোনো নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। প্রত্যেক প্রতিযোগী নিজের তোলা সর্বোচ্চ ৩টি ছবি জমা দিতে পারবেন। প্রতিযোগীকে নিজের তোলা প্রতিটি ছবির একটি অর্থবহ শিরোনাম এবং ছবির জনস্বাস্থ্য বিষয়ক গুরুত্ব ৭৫-২০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজিতে বর্ণনা করতে হবে। সেই সাথে ছবি তোলার কৌশলগত পারঙ্গমতা এবং প্রতিযোগিতার বিষয়ের সাথে ছবির গ্রহণযোগ্য সম্পৃক্ততাই হবে বিচারকদের বিচার্য।

প্রতিযোগীদের মধ্য থেকে ১০ জন বিজয়ী পাবেন মোট ১,০০,০০০ টাকার প্রাইজবন্ড ও ১০ জন রানার্স-আপ পাবেন মোট ২০,০০০ টাকার প্রাইজবন্ড। এছাড়াও পুরস্কার হিসেবে রয়েছে জনস্বাস্থ্য ও ফটোগ্রাফি বিষয়ক বিশ্বখ্যাত বই, ক্রেস্ট এবং সনদপত্রসহ বিভিন্ন পুরস্কার।

গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সহযোগিতায় রয়েছে গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) সহ দেশি-বিদেশি ২৭টি প্রতিষ্ঠান।
ছবি জমা দেয়ার শেষ তারিখ ৩১ আগস্ট ২০১৯ এবং জমাদানের জন্য [email protected] এই ঠিকানায় যোগাযোগ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়