শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৫:০০ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসরের ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মুরসির মৃত্যুর বস্তুনিষ্ঠ তদন্ত চায় জাতিসংঘ

আব্দুর রাজ্জাক : জাতিসংঘ মঙ্গলবার মিসরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত ও ক্ষমতাচ্যূত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির আদালতে মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে তদন্তের আহ্বান জানিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানও বলেন, মুরসির স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে তিনি মনে করেন না। আল-জাজিরা, আনাদোলু এজেন্সি

মিসরীয় আদালতে মুরসির মৃত্যুর ঘটনা স্বাধীনভাবে তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল বলছে, নিরাপত্তা বাহিনীর হেফাজতে যেকোনো মৃত্যুর ঘটনা স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষভাবে, পুঙ্খানুরুপে ও দ্রুত তদন্ত হতে হবে।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মুখপাত্র রুপার্ট কোলভিলে বলেন, ৬৭ বছর বয়সী মুরসিকে আটক রাখার অবস্থা নিয়ে উদ্বেগ ছিলো। তাকে যথাযথ চিকিৎসা সেবা দেয়া, আইনজীবী ও পারিবারিক সদস্যদের সাক্ষাৎ করার সুযোগ দেয়া সংক্রান্ত বিষয়েও উদ্বেগ ছিলো। তাই মৃত্যুর বিষয়টি ক্ষতিয়ে দেখতে বিচার বিভাগীয় একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে।

এরদোগান মঙ্গলবার ইস্তাম্বুলে মুরসির এক গায়েবানা জানাজায় অংশ নিয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি না যে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। মুরসির মৃত্যুর সঙ্গে অন্যকোনো উপাদান জড়িত থাকতে পারে। কেননা, মুরসির মৃত্যুর ঘটনা ছিলো সন্দেহজনক।’

মুরসির মৃত্যুতে যখন আন্তর্জাতিক মহল ও গণমাধ্যম ব্যাপক সরব তখন এ বিষয়ে নিরব স্থানীয় সংবাদমাধ্যমগুলো। আদালতে মুরসির অসুস্থ হয়ে পড়ার পর তাকে মৃত ঘোষণার বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচার পেলেও মঙ্গলবার মিসরীয় কোনো পত্রিকার প্রথম ও শেষ পাতায় দেখা যায়নি। সম্পাদনা : ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়