শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে গণপিটুনিতে যুবক নিহত

যশোর প্রতিনিধি : যশোরে বাস টার্মিনালের চাদাবাজিকে কেন্দ্র করে স্থানীয় জনতার গণপিটুনিতে সানি হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এসময় গণপিটুনিতে আনন্দ (২৪) নামে অপর এক যুবক আহত হয়েছে। তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে শহরের শংকরপুর বাস টার্মিনালের বিআরটিসি কাউন্টারের পাশে এঘটনা ঘটে।

নিহত সানি হোসেন শহরের শংকরপুর এলাকার মশিউর রহমানের ছেলে। আহত আনন্দ একই এলাকার অসোকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,শংকরপুর বাস টার্মিনালের বাসের চাদাবাজিকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সানি হোসেন ও আনন্দসহ ৪/৫ জন শংকরপুর এলাকার কাউন্সিলর মোস্তফার অফিসের সামনে থেকে একই এলাকার ফারুক মিয়ার ছেলে নয়ন হোসেনকে লক্ষ্য করে বোমা মারে। বোমা বিষ্ফোরণে নয়ন গুরুতর আহত হয়। তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। পরে স্থানীয় লোকজন সানি হোসেন ও আনন্দকে ধরে শংকরপুর বাস টার্মিনাল এলাকায় গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সার্জারি বিভাগের চিকিৎসক ওহেদুজ্জামান আজাদ রাত নয়টার দিকে সানি হোসেনের মৃত্যু নিশ্চিত করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি অপূর্ব বলেন শংকরপুর বাস টার্মিনালে বাস কাউন্টারের চাদাবাজির কারণেই এই ঘটনা ঘটেছে। তিনি আরো বলেন বাসের হেলপার ড্রাইভারসহ স্থানীয় লোকজন নয়নকে বোম মারার কারণে গণপিটুনি দিয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে যদি মামলা করে তাহলে আমরা মামলা নেবো। তা না হলে পুলিশ বাদি হয়ে হত্যা মামলা করবে।
সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়