শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৭:৫০ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৭:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুরে দেশের প্রথম লোহার খনির সন্ধান লাভ

মাজহারুল ইসলাম :  হাকিমপুর উপজেলায় বাংলাদেশ ভূতাত্তি¡ক জরিপ অধিদপ্তর (জিএসবি) লোহার আকরিকের (ম্যাগনেটাইট) খনি পেয়েছে। দুই মাস ধরে কূপ খনন এবং অধিকতর পরীক্ষা-নিরীক্ষা করার পর জিএসবির কর্মকর্তারা গতকাল এ তথ্য নিশ্চিত করেন। বাসস।

জিএসবির উপ-পরিচালক মোহাম্মদ মাসুম জানান, কূপ খনন করে ভূগর্ভের এক হাজার ৩৩০ ফুট নীচে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের একটি স্তর পাওয়া গেছে। বাংলাদেশে এ ধরনের এই আবিষ্কার প্রথম।

খননকাজে নিয়োজিতরা জানান, বিশ্বের যে কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হয়েছে, সেসব খনির লোহার মান ৫০ শতাংশের নীচে। আর বাংলাদেশের এই খনিতে লোহার পারসেন্ট ৬০ শতাংশের উপরে। ভূতাত্বিক জরিপ অধিদপ্তরের নিজস্ব ল্যাব ও জয়পুরহাট বিসিএসআইআর পরীক্ষাগারে পরীক্ষা শেষে এ তথ্য পাওয়া গেছে। দেশে লোহার খনি আবিষ্কার এই প্রথম। যার ব্যপ্তি ৬ থেকে ১০ স্কয়ার কিলোমিটারের মধ্যে হতে পারে। সেখানে কপার, নিকেল এবং ক্রোমিয়ামেরও উপস্থিতি রয়েছে।

এর আগে ভূতাত্তি¡ক জরিপ অধিদপ্তর ২০১৩ সালে ওই গ্রামের ২ কিলোমিটার পূর্বে মুশিদপুর এলাকায় কুপ খনন করে খনিজ পদার্থের সন্ধান পেয়েছিল। সে গবেষণার সূত্র ধরে চলতি বছরের এপ্রিল থেকে হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে কূপ খনন শুরু হয়। ১ হাজার ৩৮০ থেকে ১ হাজার ৭৫০ ফুট গভীরতা পর্যন্ত খননকালে সেখানে আশার আলো দেখা যায়। দীর্ঘ চেষ্টার পর এক হাজার ৭৫০ ফুট গভীরে খনন করে লোহার খনির সন্ধান মিলে। সেখানে প্রায় ৪০০ ফুট পুরুত্বের লোহার আকরিকের এই স্তরটি পাওয়া যায় বলে জিএসবি কর্মকর্তারা জানান। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়