শিরোনাম
◈ উপজেলায় প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি হাফিজ মল্লিককে ইসিতে তলব  ◈ লুর ঢাকা সফরে র‌্যাবের নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আব্দুল্লাহ  ◈ মঙ্গলবার কলম্বো থেকে ঢাকা আসছেন ডোনাল্ড লু ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে র‌্যাব ও ভিসানীতি নিয়ে আলোচনা অব্যাহত থাকবে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠক ◈ অন্যকে দিয়ে সাজা খাটানো সেই যুবলীগ নেতা নাজমুল কারাগারে ◈ দলীয় বিভাজন ভুলে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের ◈ মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কনডেম সেলে রাখা অবৈধ: হাইকোর্ট  ◈ শহীদ মিনারে হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৩:০৬ রাত
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা

এল আর বাদল : বিশ্বকাপের বাইরে এক দিনের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পেরে ওঠেনি নিউজিল্যান্ড। কিউইদের বিরুদ্ধে যতোবার লড়াই হয়েছে, তার মধ্যে বেশিরভাগই দক্ষিণ আফ্রিকা বীরেরবেশে মাঠ ছেড়েছে। তবে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খুব একটা পেরে ওঠেনি দলটি। ১৯৯২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে উভয় দল ৬৩ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৩৯ বার আর নিউজিল্যান্ড ১৯ বার। বিশ্বকাপে সাতবারের মুখোমুখিতে নিউজিল্যান্ড ৫ বার আর দক্ষিণ আফ্রিকা ২ বার জিতেছে।

বিশ্বকাপে বুধবারের ম্যাচে নিউজিল্যান্ডকে ছেড়ে কথা বলবে না দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা লড়াইয়ে নামবে। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস বলেছেন, চলমান বিশ্বকাপে আমাদের সময়টা ভালো যাচ্ছে না সত্যি, কিন্তু কয়েকদিন আগে আফগানিস্তানকে হারিয়ে আমরা জয়ের বৃত্তে চলে এসেছি। আশাকরি আগামী ম্যাচগুলোতে ভাল পারফরম করতে পারবো।

ডু প্লেসিস বলেন, বিশ্বকাপে জয়ের পাল্লা নিউজিল্যান্ডের ভারি হলেও একদিনের ক্রিকেটে তারা আমাদের সামনে দুর্বল প্রতিপক্ষই ছিলো বেশিরভাগ। আমরা পেচনের দিকে ফিরে তাকাতে চাই না। বুধবার আমরা সেরাটা খেলেই কিউইদের বিরুদ্ধে জয়ী হতে চাই।

এদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বার বারই দক্ষিণ আফ্রিকাকে শক্তিশালী দল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, প্রোটিয়ারা যে কোনো সময় জ্বলে উঠতে পারেন। এই বিশ্বকাপে তাদের সময়টা খারাপ যাচ্ছে বলে আমাদের বিরুদ্ধে ভালো খেলতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না।

আমি মনে করি দক্ষিণ আফ্রিকা আমাদের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি ওদের হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে যেতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়