শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটবাড়ি টমছম ব্রিজ সড়কের বেহাল দশায় ভোগান্তি চরমে

নুর নাহার : কুমিল্লার কোটবাড়ী, টমছল ব্রিজ, শালবন বিহার সড়কের বেহাল দশা। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকার মানুষের। নিউজ২৪-৯.০০

কোটবাড়ি টমছম ব্রিজ সড়কটি বহুদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরমে উঠেছে পরিস্থিতি।

কুমিল্লার শালবন বিহারে প্রতিদিনই এই সড়ক দিয়ে হাজারহাজার শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও পথচারীরা চলাচল করে। প্রতিদিনই তারা সীমাদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

পথচারীরা বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি অবহেলিত। এর কোনো সংস্কার করা হচ্ছে না । প্রতিদিনই ভোগান্তি মানুষকে কষ্ট দেয়। যারা এই সড়ক মেরামতের দায়িত্বে রয়েছেন তাদের ঔদাসীন্য দুঃখজনক।

সিএনজি চালকেরা বলেন, আমরা এই রাস্তাতেই সিএনজি চালাই। গাড়ী জাম্প করে, অনেক সময় যাত্রীসহ উল্টে যায়। অনেক ক্ষয়ক্ষতি হয়।

একজন পর্যটক বলেন, দীর্ঘদিন যাবৎ এই রাস্তার টেকনিকেল মোড় থেকে অর্থ্যাৎ কোটবাড়ীর পল্লী উন্নয়ন রোড থেকে বিশ্ববিদ্যালয় সামন পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা একদম ভাঙ্গা। এই ভাঙ্গা রাস্তায় প্রতিনিয়ত দূঘর্টনা ঘটেই যাচ্ছে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের পর্যটন কেন্দ্রের সহকারি পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ বলেন, এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। শালবন বিহার, ময়নামতি. জাদুঘর এবং প্রায় আড়াই কিলোমিটারে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, টিচার্স ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে চলাফেরা করে। এই রাস্তার যে বেহাল দশা নিয়ে আমরা বিভিন্ন মহলে আলোচনা করেছি। তারা আমাদের আসস্ত করেছেন। খুব তাড়াতাড়ি এর কাজ চালু হয়ে যাবে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়