শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা এখনো শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ, আক্ষেপ বিশেষজ্ঞদের

নুর নাহার : বিশ্বের অন্যান্য দেশ যেখানে রোবটিং কৃত্রিম বুদ্ধিমত্তাকে গবেষনাসহ নানা কাজে ব্যবহার করছে, বাংলাদেশে তা এখনো শিক্ষাক্ষেত্র হিসেবে সীমাবদ্ধ। তবে দেশের তরুণদের কাছে রোবটিং এর অপার সম্ভাবনা দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। নিউজ২৪-১০.০০

আলফা রিবোট ইন্টারটেন্ডম্যান্ট ও এডুকেশনাল রোবট নামে পরিচিত। নিজের মতো হাটতে পারা, সামনে যে কোনো বাধাকে আচ করতে পারা এর বিশেষ বৈশিষ্ট্য।

বিনোদনের মধ্যে গ্রাহকদের পছন্দের গানের সাথে সাথে নাচও দেখাতে পারে আলফা। শুধু তাই নয় গ্রাহকের চাহিদা অনুযায়ী কখন কোন ব্যায়াম করতে হবে তাও শিখিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন এই রোবট।

বাণিজ্যিকভাবে বাজারে নিয়ে এসেছে ড্যাফডিল কম্পিউটার্স। বাংলাদেশ রোবটিংস ও কৃত্রিম বুদ্ধিমত্তার চাহিদা বাড়াতেই এই উদ্যোগ।

ড্যাফডিল কম্পিউটারের প্রজেক্ট ম্যানেজার হাফিজুল ইমরান বলেন, বাংলাদেশে কম্পিউটার এবং মার্কেট অনেক কম। তাই বিজনেস ম্যানেজাররা যদি এগিয়ে আসেন এবং তাদের মার্কেটিং বিবেচনা করে রোবটিস নিয়ে পর্যালোচনা করে তাহলে বেশ ভালো একটি মার্কেটিং চালু হবে।

বিশ্বের বিভিন্ন দেশ যখন রোবটিস ও কৃত্রিম বুদ্ধিমত্তায় এগিয়ে যাচ্ছে বহুদূর, তখনো বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ, আক্ষেপ বিশেষজ্ঞদের।

প্রযুক্তি বিশেষজ্ঞ ড. মাহফুজুর রহমান বলেন, আমরা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রাথমিক পর্যায়ে রয়েছি। বিশ্বের উন্নতদেশ যেমন কোরিয়া, জাপান, অথবা যুক্তরাষ্ট্র, কানাডা যেভাবে এগিয়ে আমাদের বাংলাদেশ তেমনটি আগাতে পারেনি।

তাই ল্যাব থেকে বের করে বাণিজ্যিকভাবে শিক্ষাক্ষেত্রে রোবটের অপার সম্ভাবনা দেখছেন তিনি।

তিনি আরো বলেন, আগামী ৫-৭ বছরের মধ্যে বাংলাদেশ উল্লেখযোগ্য একটি ভূমিকা রাখতে পারবে। হয়তো সবক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারবে না। তবে অনেক কোম্পানী, সরকারি বা প্রজেক্টে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে অনেক উন্নতি করতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়