শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ১২:১৪ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০১৯, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলায় সোমবার গভীর রাতে একটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতদল এসময় বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ৫৫ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালংকার ও দুইটি মোবাইল ফোন নিয়ে গেছে।

উপজেলার ইলাইপুর গ্রামের শেখ ফারুক হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে সাহিদুল (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগি ফারুক হোসেন ওই গ্রামের মৃত শেখ হায়দার আলীর ছেলে। তিনি খান ব্রাদার্স জুট প্রেসের স্টোর কিপার হিসেবে কর্মরত রয়েছেন।

ভুক্তভোগী ফারুক হোসেন জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ৩/৪ জনের ডাকাত দল বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করা তিনজনের মধ্যে একজনের মুখ বাধা ও বাকি দুইজন খোলা অবস্থায় ছিলো। এরা গৃহকর্তা ফারুকের গলায় দা ধরে ঘরের ওয়ারড্রপ ও আলমারি তছনছসহ লুটপাট শুরু করে। একপর্যায় ঘরে রক্ষিত ৫৫ হাজার টাকা, পৌনে দুইভরি ওজনের হাতের রুলি, ৪ আনা ওজনের কানের দুল, ১০ আনা ওজনের গলার চেইন এবং ১৭ হাজার টাকা মূল্যের একটি স্যামসং এ-২০ মোবাইল ফোন ও ১৫ হাজার ৫০০ টাকা মূল্যের শাওমি মোবাইল ফোন নিয়ে যায়। ডাকাতদল প্রায় আধাঘণ্ট ধরে লুটপাট চলাকালীন কোনো প্রকার শব্দ করলে মেরে ফেলার হুমকি দেয়।

সকালে খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, এঘটনায় তাৎক্ষণিকভাবে সন্দেহভাজন একজনকে আটকও করা হয়েছে। নিয়মিত মামলা গ্রহন হবে। বাকিদের আটক করতে আমাদের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়