শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৮:০৩ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌতুক লোভী স্বামীর কবল থেকে স্ত্রী-সন্তান উদ্ধার

খোকন আহম্মেদ হীরা , বরিশাল : আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করায় দশ বছরের কন্যা সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য ভাড়াটিয়া লোকজন দিয়ে গৃহবধূ রুমা বেগমকে তুলে নিয়ে আটক করে রাখে যৌতুকলোভী স্বামী মন্টু সরদার। এ সুযোগে রুমার বসবাসের ঘরটি লোকজন নিয়ে উচ্ছেদের চেষ্টা করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃত গৃহবধূকে উদ্ধার করেছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামে।

মঙ্গলবার সকালে উজিরপুর উপজেলার দত্তেস্বর গ্রামের আব্দুল হাকিম বিশ্বাসের কন্যা অসহায় গৃহবধূ রুমা বেগম (৩২) জানান, প্রায় একযুগ পূর্বে সামাজিকভাবে পূর্ব বেজহার গ্রামের মৃত নুরুল হক সরদারের পুত্র মন্টু সরদারের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে দশ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। রুমা বেগম আরও জানান, বিয়ের পর কর্মের সুবাদে তার (রুমা) বাবার বাড়ির যৌতুকের টাকায় মন্টু দুবাই গমন করেন। সেখান থেকে দেশে ফিরে মন্টু সরদার জানায় দুবাইতে সে প্রতারণার স্বীকার হয়েছেন। ফলে পুনরায় দুই লাখ টাকা যৌতুক দাবি করে মন্টু সরদার।

বাবার বাড়ি থেকে দ্বিতীয় দফায় যৌতুকের টাকা আনতে অপরাগতা প্রকাশ করায় মন্টু ও তার পরিবারের সদস্যরা রুমা বেগমকে প্রায়ই শারিরিক নির্যাতন করে আসছিলো। তাদের অব্যাহত নির্যাতনে অতিষ্ঠ হয়ে অসহায় গৃহবধূ রুমা বেগম আদালতে যৌতুক ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর পরই মন্টু সরদার পুনরায় দুবাই গমন করেন। অতিসম্প্রতি মন্টু ছুটিতে দেশে ফিরে আদালতে মীমাংসাপত্র দিয়ে ওই মামলায় জামিন নেয়। পরবর্তীতে সন্তানসহ স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে মন্টু সরদার।

তারই ধারাবাহিকতায় গত ১৬ জুন দুপুরে ভাড়াটিয়া লোকজন দিয়ে মন্টু সরদার নাটকীয়ভাবে রুমা বেগম ও তার সন্তানকে স্থানীয় ইউপি ভবনে ডেকে নিয়ে আটক করে রাখেন। এ সুযোগে স্বামীর বাড়িতে রুমা বেগমের বসবাসের ঘরটি উচ্ছেদের জন্য ভাঙা শুরু করে।

আটকের খবর পেয়ে থানা পুলিশ গৃহবধূ রুমা বেগমকে উদ্ধার করে তার বাবার পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন।
সম্পাদনা : মিঠুন রাকসাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়