শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৭:৩৩ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকেলে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিবেন ছাত্রলীগের পদবঞ্চিতরা

মুহাম্মদ ইলিয়াস হোসেন :  ১৮ জুন (মঙ্গলবার) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিবেন ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া ব্যক্তিরা। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে একথা জানান তারা।

দীর্ঘ ২৩ দিন ধরে রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। পবিত্র ঈদুল ফিতরও তারা রাজু ভস্কর্যের পাদদেশে করেছেন।

সংবাদ সম্মেলনে পদবঞ্চিতদের মুখপাত্র ছাত্রলীগের সাবেক কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক রাকিব হোসেন লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে  সাক্ষাত লাভের সুযোগ চান তারা। এছাড়া, কমিটি থেকে গত ২৯ মে যে১৯ জন বিতর্কিত নেতার পদ শূণ্য ঘোষণা করা হয়েছে তাদের নাম প্রকাশ করা এবং কমিটিতে আরো যারা বিতর্কিত রয়েছে তাদের পদ শূণ্য  ঘোষণা করা, যোগ্যদের কমিটিতে পদায়ন করা এবং মধুর ক্যান্টিন ও টিএসসিতে তাদের ওপর যে হামলা হয়েছে তার সুষ্ঠু বিচারের দাবি জানান।

তিনি আরো জানান, বিতর্কিতদের পদ শূণ্য ঘোষণার পর অবস্থান কর্মসূচি পালনকারীদের  মধ্যে যাদের যোগ্য মনে হবে তাদের পদায়ন করতে হবে।

এসময় পদবঞ্চিত নেতা ছাত্রলীগের সাবেক সদস্য তানভীর হাসান সৈকত বলেন, যদি আগামী দু একদিনের মধ্যে আমাদের দাবি আদায় না হয় তবে আমরা আমরণ অনশনে যাব।

ছাত্রলীগের কবি জসিম উদ্দীন হল শাখার সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন, আমাদের সাথে কানামাছি খেলা হচ্ছে। আমরা ছাত্রলীগের সকল দুঃসময়ে প্রথম সারিতে থেকে ছাত্রলীগকে সুসংগঠিত করতে কাজ করেছি। আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আপা(শেখ হাসিনা) আমরা এখানে যারা দীর্ঘ ২৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছি আমরাই আপনার সকল দুঃসময়ে পাশে থাকব।

প্রসঙ্গত, গত ১৩ মে ৩০১ সদস্যবিশিষ্ট ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর বিক্ষোভ মিছিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এসময়ে তাদের উপরে হামলা হয়।

পরে ১৮ মে রাতে সভাপতি সাধারণ সম্পাদকের কাছে ৩০১ সদস্যের মধ্যে বিতর্কিতদের তালিকাসহ হামলাকারীদের বিরুদ্ধে  লিখিত অভিযোগ দিতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে কথা কাটাকাটির এক পর্যায়ে বিক্ষুব্ধনেতাকর্মীদের উপর আবার হামলার অভিযোগে হামলার শিকার নেতারা রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে আওয়ামীলীগের জ্যেষ্ঠ নেতাদের এবং সভাপতি-সাধারণ সম্পাদকের দাবি মেনে নেয়ার আশ্বাসে ২২ ঘন্টা পর তারা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করলেও  ২৭মে বিতর্কিতদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানানোর ঘটনাকে কেন্দ্র করে ঐদিন মধ্যরাত থেকে শুরু করে ১৮জুন প্রতিবেদনটি লেখা পর্যন্ত ২৩ দিন ধরে  রাজু ভাস্কর্যেই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়