শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৬:১১ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামদর্দের এমডিকে ধর্ম মন্ত্রণালয়ে তলব

ইসমাঈল হুসাইন ইমু : হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাকিম মো. ইউছুফ হারুণ ভূইয়াকে তলব করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখা। আগামী ১৯ জুন সকাল ১০টায় হাজির হতে বলা হয়েছে তাকে। তলবি নোটিশ পাঠানো হয় গত ১১ জুন।

হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে ধর্ম মন্ত্রণালয় গত ২৩ এপ্রিল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির আহ্বায়ক হলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংস্থা মু. আ. হামিদ জমাদ্দার, উপসচিব (সংস্থা) মোহাম্মদ মাহবুব আলম ও সহকারী ওয়াকফ প্রশাসক (উপসচিব) রায়হান কাওছার। আর এই তদন্ত কমিটির শুনানিতে অংশ নিতেই হাকিম ইউছুফকে তলব করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংস্থা শাখার চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত তারিখ ও সময়ে শুনানিতে উপস্থিত হতে ব্যর্থ হলে ধরে নেওয়া হবে যে, সংশ্লিষ্ট অভিযোগকারী কর্তৃক আনীত অভিযোগের বিষয়ে তিনি কোনও বক্তব্য প্রদানে ইচ্ছুক নন।
দুর্নীতি দমন কমিশনও (দুদক) হাকিম ইউছুফ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে। ১১ জুন তাকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও দুদকের কাছে সময় চেয়েছেন হাকিম ইউছুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়