শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৫:৩৭ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরমাণু অস্ত্র বিষয়ে আলোচনা করতে প্রথবারের মতো উত্তর কোরিয়া সফরে শি জিনপিং

আব্দুর রাজ্জাক : বিগত ১৪ বছরে এটিই হবে উত্তর কোরিয়ায় কোনো চীনা প্রেসিডেন্টের প্রথম সফর। আসন্ন এই সফরে বৃহস্পতি ও শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোরীয় অঞ্চলের সমস্যা নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনায় বসবেন বলে জানায় সংবাদ সংস্থা সিনহুয়া। বিবিসি, গার্ডিয়ান

উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ব্যাপক টানাপোড়েন চলছে। এই বিষয়ে বিতর্ক অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন দুই দফা বৈঠকেও বসেন। তবে সকল বৈঠক কার্যত ব্যর্থ হয়।

শি জিনপিংয়ের উত্তর কোরিয়া সফরের খবর নিশ্চিত করেছে দেশটির সরকারি গণমাধ্যম কেসিএনএ। তবে এই মাধ্যমটি সফরের কার্যসূচি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া শি জিনপিংয়ের সফরটি জাপানে ধনী দেশগুলোর সংগঠন জি-২০ এর সম্মেলনের মাত্র ১ সপ্তাহ আগে হচ্ছে। আসন্ন জি-২০ সম্মেলনে ট্রাম্প ও জিনপিংয়ের মধ্যে চলমান বিতর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

জিনপিংয়ের পিয়ংইয়ং সফরের খবরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতর জানায়, আসন্ন সফরে কোরীয় অঞ্চলে পরমাণু অস্ত্র কার্যক্রম নিয়ে বিতর্ক অবসানে পুনরায় আলোচনা শুরু হবে বলে সিউল আশা করে।

উল্লেখ্য, কিম তার দায়িত্বের মধ্যে এ পর্যন্ত ৪ বার চীন সফর করেন। কিন্তু ২০০৫ সালে কিম জং উনের পিতা কিম জং-ইল এর আমন্ত্রণে হু জিনতাও পিয়ংইয়ং সফর করার পর আর কোনো চীনা প্রেসিডেন্ট উত্তর কোরিয়ায় যাননি। সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়