শিরোনাম
◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৫:২১ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যে ১ হাজার অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

শাহনাজ বেগম : ওমান উপসাগরে সম্প্রতি দুটি তেল ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই অতিরিক্ত সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী প্যাট্রিক শানাহান। ইরানের প্রতিকূল আচরণের প্রতিক্রিয়ায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত বৃহস্পতিবারে ওমান সাগরে দুটি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর মধ্যে নতুন করে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক সহযোগীরাও ট্যাঙ্কার হামলায় ইরানকে দোষারোপ করে। বিবিসি, ডয়চে ভেলে

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দ্বন্দ্ব চায় না বলে শানাহান বলেন, গত মাসে পাঠানো ১,৫০০ সৈন্যের মধ্যে আরো ১হাজার অতিরিক্ত সৈন্য যোগ দেবে।

এদিকে, ইরান ঘোষণা করেছে, ২০১৫ সালের আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন ইরানের পারমানবিক কার্যক্রম বন্ধ রাখার চুক্তির অংশটি নিয়ন্ত্রণে বাধ্য করবে না। এর আগেও, চলমান উত্তেজনার মধ্যে ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে ১ লাখ ২০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরানের সঙ্গে বিশ্বের বৃহৎ শক্তিগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি পারমাণবিক চুক্তি করেছিল। অর্থাৎ, ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে জন্য আন্তর্জাতিক স¤প্রদায় ইরানকে নজরদারির মধ্যে রাখতে পারবে। এর বিনিময়ে ইরানের ওপর থেকে অর্থনৈতিক অবরোধ তুলে নেয়া হলেও গত বছর ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর আবার নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়