শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০১৯, ০৪:৩২ সকাল
আপডেট : ১৯ জুন, ২০১৯, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাধারণ মানুষকে আটকের পর হ্যান্ডকাপ পরানো হয়, কিন্তু ওসি মোয়াজ্জেমকে পরানো হয়নি, বললেন ব্যারিস্টার সুমন

মারুফুল আলম : সোনাগাজীর সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল আইনের মামলার বাদী ব্যারিস্টার সায়েদুল ইসলাম সুমন বলেন, ‘এটাতো স্পষ্ট যে শুরু থেকেই পুলিশ ওসি মোয়াজ্জেমের প্রতি সহানুভূতিশীল৷ সাধারণ মানুষকে আটকের পর হ্যান্ডকাপ পরানো হয়, কিন্তু তাকে পরানো হয়নি৷

সোমবার ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে ব্যারিস্টার সুমন আরো বলেন, পুলিশ তাকে সুযোগ দিয়েছে৷ চাইলে তাকে আরো আগে গ্রেফতার করতে পারতো৷ আমরা চাই সাধারণ মানুষের প্রতিও পুলিশ যেন এরকম আচরণ করে'৷

অভিযোগ রয়েছে, ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি যৌন হয়রানির বিষয়ে অভিযোগ করতে গেলে সোনাগাজী থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোয়াজ্জেম হোসেন অসহযোগিতা এবং অবহেলা করেন৷ এমনকি জিজ্ঞাসাবাদের নামে নুসরাতকে না জানিয়ে তার বক্তব্যের ভিডিও ধারণ করেন এবং তা ছড়িয়ে দেন৷ নুসরাত হত্যার পর এই অভিযোগে তার বিরুদ্ধে জিজিটাল আইনে মামলা হয়৷ ঢাকার সাইবার ক্রাইম ট্রাইবুন্যাল ডিজিটাল আইনের ওই মামলায় ২৭ মে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে৷ ২০ দিন পর শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়