শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ১২:৩৩ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০১৯, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাসপোর্ট ছাড়া বিমানে উঠে ভুল করেছেন পাইলট ফজল মাহমুদ

তৌহিদ এলাহী : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিনল্যান্ডে আনতে যাওয়ার সময় পাইলট ফজল মাহমুদের পাসপোর্ট ফেলে যাওয়ার বিষয়ে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে গতকাল সোমবার। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব মোসাম্মাত নাসিমা বেগম বলেন, পাইলট ভুল করে পাসপোর্ট রেখে যান।কমিটি তাদের প্রতিবেদনে নিরাপত্তাসংশ্লিষ্ট কিছু সুপারিশ দিয়েছেন।

দেশে ফিরে গণভবনে সংবাদ সম্মেলনে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে  বলেছেন , ‘হয়তো পাসপোর্ট ভুলে ফেলে যেতে পারে। কিন্তু এখানে ইমিগ্রেশনের দায়িত্বে যারা ছিলো, তাদের তো এই নজরটা থাকতে হবে। আমি সাথে সাথে বলে দিয়েছি, যারা ইমিগ্রেশনে ছিলো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ’

ইতিমধ্যে কর্মরত পুলিশের এসআই কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ফিনল্যান্ডের সফর শেষে প্রধানমন্ত্রীকে আনতে গত ৬ জুন বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ উড়োজাহাজ নিয়ে ঢাকা থেকে রওনা হন পাইলট ফজল মাহমুদ। এসময় পাইলট তার পাসপোর্টটি রেখে যান। ফলে উড়োজাহাজটি কাতারে পৌঁছালে সেখানকার ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকে দেন।পরে ফিনল্যান্ড থেকে প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে অন্য একটি ফ্লাইটে ফজল মাহমুদের পাসপোর্ট পাঠানো হয়। এ ঘটনার পর  বিভিন্ন বিতর্ক ও জল্পনা –কল্পনার সৃষ্টি হয় ।

সোমবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের নিকট প্রতিবেদন জমা দিয়েছেন। তবে মন্ত্রিপরিষদ সচিব এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

উক্ত  ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ দুটি তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি তাদের প্রতিবেদন দিয়েছেন। অতিরিক্ত সচিব (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) মোহাম্মদ আজহারুল হকের নেতৃত্বে ওই কমিটি তাদের প্রতিবেদন চূড়ান্ত করতে কাজ করছে বলে জানিয়েছেন।

সম্পাদনা : তানজিনা তানিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়