শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপেক্ষার মধুর জবাবই যেনো দিলেন লিটন দাস

আক্তারুজ্জামান : প্রথমবার বিশ্বকাপ দলে সুযোগ পেয়েও আফসোস দূর হচ্ছিলো না বাংলাদেশ দলের উইকেটরক্ষ ব্যাটসম্যান লিটন দাসের। নিজেকে বারবার প্রমাণ করেও একাদশে ডাক পাচ্ছিলেন না। মূলত ব্যাটিং অর্ডারের সমস্যার কারণেই টিম ম্যানেজম্যান্ট লিটনকে বাদ দিতে বাধ্য হচ্ছিলো। কিন্তু মোহাম্মদ মিঠুন যখন টানা চার ম্যাচ ফ্লপ হলেন তখন ডাক পেলেন লিটন। আর একাদশে সুযোগ পেয়েই নিজের সক্ষমতার পরিচয় দিলেন দারুণভাবে।

টনটনের মাঠে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাকিবের সঙ্গে বিশ্বকাপের সেরা জুুটি গড়েছেন। ১৮৯ রানের জুটি গড়ার পথে খেলেছেন অপরাজিত ৯৪ রানের ইনিংস। ৬৯ বলের ঝড়ো ইনিংস খেলার পথে লিটস দাস ৮টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। তার এই নান্দনিক ব্যাটিংয়ে ভর করে ৩২১ রানের বড় লক্ষ্য ৪১ ওভারের মধ্যেই পার করেছে টাইগাররা। আর চলতি বিশ্বকাপে পেয়েছে দ্বিতীয় জয়।

বলা হচ্ছিলো দ্বিতীয় উইকেটে লিটন ভালো খেলেন, কিন্তু সাকিব ওই জায়গায় নামায় লিটনকে বসিয়ে রাখা হচ্ছে। তবে লিটন বারবার বলছিলেন সব ফরম্যটের জন্যই তিনি প্রস্তুত। একাদশে ডাক পেয়ে সেটা চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিলেন লিটন।

যেখানে মিঠুন তিন ম্যাচ সুযোগ পেয়ে রান করেছেন ২১, ২৬ ও ০। আর লিটন এক ম্যাচেই তাকে ছাড়িয়ে দল জিতিয়ে মাঠ ছেড়েছেন। এই লিটনকেই যেন চেয়েছিল দেশের আপামর ক্রিকেটভক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়